Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্মৃতিসৌধের বেদিতে হিন্দি গানে নেচে ফাল্গুন উৎসব পালন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০৯:৫৫ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০৯:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ইসলামী বিশ্ববিদ্যালয়ে গান, কবিতা আর নৃত্য উৎসবের মাধ্যমে যাত্রা শুরু করেছে সংগীত সংঘ নামের একটি গংগঠন। গায়ক গোষ্ঠীকে নিয়ে এ সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো আজ শনিবার।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধের বেদিতে দিনভর নাচ, গান আর কবিতা আবৃত্তির মাধ্যমে আত্মপ্রকাশ করেছে সংগঠনটি। তবে স্মৃতিসৌধে গান, কবিতা আর হিন্দি গানের তালে নাচ পরিবেশন করায় মুক্তিযোদ্ধাসহ শিক্ষক-শিক্ষার্থীর মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জানা যায়, যাত্রা শুরুর প্রথম দিনেই সংগঠনটি ফাল্গুন উৎসবের আয়োজন করে। শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসৌধে গান, নৃত্য ও কবিতা আবৃত্তি উপস্থাপন করে তারা। দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয় রাত সাড়ে ৮টায়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন।

তবে ফাল্গুন উৎসবের নামে এ অনুষ্ঠানের আয়োজন হলেও বেশ কয়েকটি হিন্দি গানের তালে নৃত্য পরিবেশন করা হয়। সংগীত সংঘের সদস্যদের জমকালো পরিবেশনা মুগ্ধ হয়ে উপভোগ করেন দর্শনার্থীরা।

অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে ছিলেন- কলকাতার শেখ চন্দন আলী ও এনায়েত আলী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাংস্কৃতিক কর্মীরা তাদের নাচ, গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীলতা ও সাংস্কৃতিক আন্দোলনের যে ধারা চলমান ও বেগবান রয়েছে; এই ধারা অব্যাহত রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

Bootstrap Image Preview