Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আল্লাহর নামে শপথ করে যা বললেন শামীম ওসমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০৯:৩৫ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০৯:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আল্লাহর নামে শপথ করে বলছি, আমার ডানে বামে কারা সেটা বুঝব না। আমি রাজনীতি করতে এসেছি। ধান্দাবাজি করতে আসি নাই। এক সভায় আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য শামীম ওসমান এসব বলেন।

আজ শনিবার(২ মার্চ) বিকালে নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেট এলাকায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন। স্বাধীনতা দিবস উদযাপন কমিটির ব্যানারে এ জনসভার আয়োজন করা হয়।

জনসভায় শামীম ওসমান বলেন, আমি রাজনীতি করতে এসেছি। ধান্দাবাজি করতে আসি নাই। দিনের বেলায় বিএনপি, আর রাতের অন্ধকারে জামাতের সঙ্গে আঁতাত করে এমন রাজনীতি আমি করি না।

সাচ্চা আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়েই রাজনীতি করব। তবে বিনা কারণে যদি দলের কারও ওপর আঘাত করার চেষ্টা করা হয় তাহলে সবাইকে নিয়ে প্রতিহত করা হবে।

শামীম ওসমান আল্লাহর নামে শপথ করে বলেন, আমার ডানে বামে কারা বুঝব না। মাদকের সঙ্গে কোনো আপস নেই।

নারায়ণগঞ্জ থেকে মাদক, সন্ত্রাস, ঘুষ, দুনীতি ও ভূমিদস্যুতা উৎখাত করবই। যে মাদক আমার সন্তান তথা ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে সেই মাদক ব্যবসায়ী যেই হোক ছাড় নেই, বলেন তিনি।

শামীম ওসমান বলেন, দলীয় নেতাকর্মী, পুলিশ-প্রশাসন, সাংবাদিক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষকে নিয়ে নারায়ণগঞ্জের এসব অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াব। মানুষের বাড়ি বাড়ি গিয়ে গণসচেতনতা সৃষ্টি করব।

তিনি বলেছেন, সুশাসন প্রতিষ্ঠা করতে হলে মাদক, সন্ত্রাস, ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতি, ইভটিজিং ও জঙ্গিবাদ নামক সামাজিক ব্যাধিগুলোকে দূর করতে হবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা বলেন, আমি শেখ হাসিনার একজন নগণ্য কর্মী হতে পেরেছি এতেই আমি ধন্য। তাই দলের নাম ব্যবহার করে যদি কেউ মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িত থেকে দলের বদনাম করে তাহলে কাউকে ছাড় দেয়া হবে না।

নারায়ণগঞ্জের ডিসি এসপিকে সুযোগ্য উল্লেখ করে তিনি বলেন, দেশের জনগণ টানা তিনবার ম্যান্ডেট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। মানুষ শান্তি চায়, নিরাপদে বাঁচতে চায়।

তাই আওয়ামী লীগসহ সব স্বাধীনতার সপক্ষের শক্তিকে সঙ্গে নিয়ে আমরা নারায়ণগঞ্জকে মাদক, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতি ও ভূমিদস্যুতা মুক্ত একটি সুন্দর বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলব।

নেতাকর্মীদের উদ্দেশে হুশিয়ারি দিয়ে শামীম ওসমান বলেন, দলের ব্যানারে থেকে যদি কেউ মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িত থেকে দলের বদনাম করে তাহলে কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি ৭৫ পূর্ব ও পরবর্তী প্রেক্ষাপট তুলে ধরে বলেন, খন্দকার মোশতাকরা কিন্তু আওয়ামী লীগই করত। বর্তমানে দলীয় লেবাসে যারা স্বাধীনতাবিরোধী অপশক্তির সঙ্গে মিলে নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করতে চাইছেন, এই জনসমুদ্র থেকে তাদের হুশিয়ারি দিয়ে বলতে চাই; নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে এবং থাকবে।

আমি মন্ত্রী না হয়ে শেখ হাসিনার একজন নগণ্য কর্মী হতে পেরেছি এতেই আমি ধন্য। এখন জীবনের শেষ সময়টুকু মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। যেন মৃত্যুর পর মানুষ দুই হাত তুলে দোয়া করেন।

জনসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সহসভাপতি চন্দন শীল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলররা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সব সহযোগী সংগঠনের নেতাসহ অর্ধলাখ মানুষ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview