Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ বিদ্যালয়ে প্রতিমন্ত্রী, ‘ইংলিশ’ বানান পারলেন না শিক্ষিকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০৬:১৮ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০৬:১৮ PM

bdmorning Image Preview


হঠাৎ কুড়িগ্রামের কয়েকটি বিদ্যালয়ে পরিদর্শনে যান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। রৌমারী উপজেলার চরগেন্দার আলগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সেখানে তিনি ইংরেজিতে ‘ইংলিশ’ শব্দটির বানান জিজ্ঞেস করেন তিনি। কোনো শিক্ষার্থী বানানটি সঠিকভাবে করতে পারেননি। এমনকি বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজও ইংলিশ বানানটি লিখতে বা বলতে পারেননি।

এছাড়াও আজ শনিবার উলিপুর উপজেলার চরসুখেরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনকে পাননি তিনি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শিক্ষক-শিক্ষার্থীদের এ করুণ অবস্থা দেখে হতাশা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী। তবে, পরিদর্শনের সময় চারটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বাংলাদেশের জাতির পিতার নাম, প্রধানমন্ত্রীর নামসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ের সঠিক জবাব দিতে পেরেছেন।

এদিকে, কুড়িগ্রামের রৌমারী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শনকালে ইংরেজির এমন করুণ দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন গণশিক্ষা প্রতিমন্ত্রী।

জানা যায়, সকালে রৌমারী উপজেলার চরগেন্দার আলগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের কাছে ইংরেজিতে ‘ইংলিশ’ শব্দটির বানান করে বলতে বলেন প্রতিমন্ত্রী। কিন্তু স্কুলটির প্রথম থেকে পঞ্চম শ্রেণির কোনো শিক্ষার্থী তা পারেননি। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজকে ইংরেজিতে ‘ইংলিশ’ শব্দটি বানান করে বলতে বলে প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। কিন্তু শিক্ষক শাহনাজও ব্যর্থ হন। শিক্ষক-শিক্ষার্থীদের এমন করুণ অবস্থা দেখে হতাশা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী। পরে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

রৌমারীর চরগেন্দার আলগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘুঘুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উলিপুর উপজেলার সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চর সুখেরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

Bootstrap Image Preview