Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপি’র নামই বদলে দিলেন নাসিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০৫:০৯ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০৫:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, জনগণকে ভয় পেয়ই বিএনপি নির্বাচন বর্জন করে পালিয়ে বেড়াচ্ছে।

আজ শনিবার(২ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বঙ্গমাতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্টের ট্রেজারার প্রয়াত এ এম রফিকের স্মরণে এই সভার আয়োজন করা হয়।

নাসিম আরও বলেন, ‘জনগণকে বিএনপি ভয় পায়। এ কারণে ভোট বর্জন করে জনগণ থেকে পালিয়ে বেড়াচ্ছে তারা। তবে তাদের ষড়যন্ত্র থেমে নেই। বিএনপি তাদের নেত্রীকে জেলে রেখে প্রেস ব্রিফিং ও চক্রান্তকারী দলে পরিণত হয়েছে।’

তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে গ্রামাঞ্চলে উৎসব শুরু হয়েছে। আমি নির্বাচন কমিশন ও প্রশাসনকে বলবো, নির্বাচন উৎসবমুখর, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোরভাবে মনিটরিং করুন। আপনারা নিরপেক্ষ থাকবেন। প্রধানমন্ত্রী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর দেখতে চান।

নাসিম আরও বলেন, ‘বিএনপি একের পর এক নতুন ষড়যন্ত্রে লিপ্ত। তবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোট উৎসবের মধ্য দিয়ে তাদের সব চক্রান্ত ব্যর্থ হয়ে যাবে।’

আলোচনা সভায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও গণতন্ত্র এক সঙ্গে চলছে। তবে গণতন্ত্র-উন্নয়ন ধ্বংস করতে বিএনপি উঠেপড়ে লেগেছে।

নেতিবাচক রাজনীতি পরিহার করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ইতিবাচক রাজনীতির ধারায় না আসলে বিএনপি ক্রমন্বয়ে রাজনীতি থেকে মুছে যাবে।

সংগঠনের সাধারণ সম্পাদক এম আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সচিব নজরুল ইসলাম খান, আওয়ামী লীগ নেতা এমএ করিম প্রমুখ বক্তব্য রাখেন।

Bootstrap Image Preview