Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্যবসায়ী ঐক্য পরিষদের সংবর্ধনা পেলেন বীর বাহাদুর

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০৪:৩৭ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০৪:৩৭ PM

bdmorning Image Preview


বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে ৬ষ্ঠ বারের মত নির্বাচিত সাংসদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে সংবর্ধিত করা হয়েছে।

শনিবার (২ মার্চ) সকালে বান্দরবান বাজার শাহী জামে মসজিদের সামনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মাস্টার মো: গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শুধু লাভের আশায় ব্যবসা করলে হবে না, গ্রাহকদের সেবা দিতে হবে। বান্দরবানের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। তাই এখানে নেই কোন হানাহানি। অন্য সকল জেলার চেয়ে যাতে বান্দরবান সকলের কাছে ভাল একটি জেলা হিসাবে পরিচিতি লাভ করতে পারে তার জন্য সকল বান্দরবানবাসীকে মেলবন্ধনে থাকতে হবে। যাতে বান্দরবান সকল মানুষের মনে স্থান করে নিতে পারে।

সকলের আন্তরিক প্রচেষ্টা থাকলে পর্যটন নগরী বান্দরবান বিশ্ব দরবারে সবচেয়ে সেরা জেলা হিসাবে স্থান করে নিতে পারবে বলে আশা করেন তিনি। অনুষ্ঠান শেষে ব্যাববসায়ীরা মন্ত্রীকে সংবর্ধনা উপহার তুলে দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, পেীর মেয়র ইসলাম বেবী, আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আবদ্দুল কুদ্দুস, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, আওয়ামী লীগ বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি একে এম জাহাঙ্গীর, মুদির দোকান ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাজু দাশ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরাসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview