Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে ৫ শতাধিক রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা ও ওষুধ প্রদান

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০৩:২৩ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০৩:২৩ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজে ৫ শতাধিক লোককে ফ্রি চক্ষু চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে।

শনিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।

জহুর চান বিবি মহিলা কলেজের আয়োজনে চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করে হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতাল।

কলেজের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুজ্জামান জাহির, চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ সাহেদুল হাসান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, কলেজের দাতা সদস্য কাজী আব্দুল আউয়াল মামুন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুর রহমান, এটিএম আফজাল, রাহেল সরদার প্রমুখ।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিন রুমী জানান, এই কার্যক্রমে শায়েস্তাগঞ্জের ৫ শতাধিক লোকজনকে চক্ষু চিকিৎসা প্রদান করা হচ্ছে। এর মধ্যে যাদের অপারেশনের প্রয়োজন তাদের তালিকা করে শীঘ্রই অপারেশন করা হবে। বাকী রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি ওষুধ প্রদান করা হচ্ছে।

উদ্বোধনী প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, ইতোমধ্যে বর্তমান সরকার সারাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানুষের দোড় গোড়ায় চিকিৎসা সেবা পৌছে দিতে সক্ষম হয়েছে। তবে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানেরা যদি অস্বচ্ছল মানুষের চিকিৎসার জন্য এগিয়ে আসেন সেটা অত্যন্ত প্রসংশনীয়। বিনামূল্যে এই চক্ষু শিবিরের আয়োজন করায় কলেজ কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানান তিনি।  

Bootstrap Image Preview