Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বালিয়াডাঙ্গীতে প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী জুয়েল 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০১:৩৬ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০১:৩৬ PM

bdmorning Image Preview


উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায়। গত ২৮ ফেব্রুয়ারি স্বতন্ত্র প্রার্থীদের নিজ নিজ প্রতিক বরাদ্দ দেয়ার পরই এ প্রচারণা শুরু করেছে প্রার্থী। 

শুক্রবার (১ মার্চ) বিকাল থেকে রাত পর্যন্ত লাহিড়ীহাট তার আশপাশের এলাকায় নির্বাচনী প্রচারণা চালান স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল। 

ভোটারদেরকে একটি দুর্নীতিমুক্ত ডিজিটাল উপজেলা উপহার দেয়ার আশ্বাসে মোটরসাইকেল প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। 

তিনি বলেন, আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করলে সর্বদা গরীব, অসহায় মানুষের পাশে থাকবো, বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রদানে সব দুর্নীতি দূর করবো, অন্যায়ের বিরুদ্ধে আমার লড়াই থাকবে সাধারণ মানুষের জন্য। 

বালিয়াডাঙ্গী উপজেলায় চাচা-ভাতিজাসহ উপজেলা চেয়ারম্যান পদে তিন প্রার্থী লড়াই করছেন। তারা হলেন- আ.লীগের প্রার্থী আহসান হাবীব বুলবুল নৌকা প্রতিকে, আনারস প্রতিক নিয়ে চাচা স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলাম এবং মোটরসাইকেল প্রতিক নিয়ে ভাতিজা আলী আসলাম জুয়েল। 

উল্লেখ্য, বালিয়াডাঙ্গী উপজেলায় ১ লক্ষ ৩৬ হাজার ৯শত ৩১ জন ভোটার রয়েছে।   

 

Bootstrap Image Preview