Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গ্যাসের সিলিন্ডার না পেয়ে অন্তঃসত্ত্বা গিতার আত্মহত্যা

জোবায়ের রানা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০১:০৯ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০১:০৯ PM

bdmorning Image Preview


বগুড়ার নন্দীগ্রামে গ্যাসের সিলিন্ডার না পেয়ে ১০ মাসের অন্তঃসত্ত্বা গিতা রাণীর (২৪) আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১ মার্চ) গভীর রাতে পৌর এলাকার কালিকাপুর গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। সে নন্দীগ্রাম পৌর এলাকার কালিকাপুর গ্রামের প্রবাসী রতন চন্দ্রের স্ত্রী।

শনিবার (২ মার্চ) সকালে গিতা রাণীর বড় ভাই গিরেন চন্দ্র জানান, গিতা রাণীর স্বামীর বাড়ি ও বাবার বাড়ি পাশাপাশি। তাই শুক্রবার সন্ধ্যায় সে তার গ্যাসের চুলার সিলিন্ডার নিয়ে বাবার বাড়িতে যেতে চেয়েছিল। ওই সময় তার শ্বাশুড়ী তাকে সিলিন্ডার নিয়ে যেতে বাঁধা দেয়। এ নিয়ে তাদের মধ্য ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। পরে গভীর রাতে সবার অজান্তে নিজ ঘরে গিতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তিনি আরও জানান, গিতা ১০ মাসের অন্তঃসত্ত্বা ছিল। তার স্বামী রতন গত বছরের অক্টোবর মাসে কাজের জন্য দেশের বাহিরে যান।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।  

Bootstrap Image Preview