Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হস্তান্তরের আগে অভিনন্দনের পাশে দাঁড়ানো সেই নারীর পরিচয় প্রকাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ১২:১৯ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ১২:১৯ PM

bdmorning Image Preview


আত্তারি-ওয়াঘা সীমান্তে এলেন ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। ভারতের হাতে অভিনন্দনকে তুলে দিতে কিছুক্ষণের জন্য খোলা হয় ওয়াঘার গেট। সেই গেট দিয়ে ৫৫ ঘণ্টা পর দেশের মাটিতে পা রাখেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান।

এরপরই ভারতীয় বিমান বাহিনী অভিনন্দনকে ঘিরে ছোট বলয় তৈরি করে। সেই বলয়ে এক নারীর উপস্থিতি সবার চোখে পড়ে। লাল চুড়ি ও পায়জামা পড়া সেই নারী অভিনন্দনের পাশেই দাঁড়ান। মাঝে তাকে বিমান বাহিনীর এক কর্মকর্তার সঙ্গে ফিসফিস করে কথা বলতে দেখা যায়।

এরপরই অভিনন্দনের পাশে দাঁড়ানো এই নারীর পরিচয় জানার জন্য তৈরি হয় কৌতুহল।কেউ কেউ ওই নারীকে অভিনন্দনের স্ত্রী ভেবে বসেন। কিন্তু ভুল ভাঙে কিছুক্ষণ পর। ওই নারী অভিনন্দনের স্ত্রী নন। তিনি উইং কমান্ডারের পরিবারের সদস্য। তার নাম ড. ফারিহা বুগতি। তিনি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

তিনি বিদেশের মাটিতে ভারত সংক্রান্ত কেসগুলো তিনি দেখভাল করেন। পাকিস্তানের হাতে বন্দি ভারতীয় কুলভূষণ যাদবের কেসটি তিনি দেখছেন। পাকিস্তানের অভিযোগ, যাদব আসলে ভারতের চর। গত বছর ইসলামাবাদে কুলভূষণ যাদবের সঙ্গে যখন তার মা ও স্ত্রী দেখা করতে গিয়েছিল সেই সাক্ষাৎকারের সময় উপস্থিত ছিলেন ড. বুগতি।

Bootstrap Image Preview