Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মৃত সেজে শুয়েছিল জঙ্গিরা, ভারতীয় চার কর্মকর্তাসহ নিহত ৬

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ০৯:৩০ PM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ০৯:৩০ PM

bdmorning Image Preview


মৃত ভেবে জঙ্গির দেহ উদ্ধার করতে গিয়েছিলেন। তাতে আবারও ভারতের দেশটির নিরাপত্তা বাহিনীর চার কর্মকর্তা-সহ অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে দু'জন সন্ত্রাসীও রয়েছে।

মৃত সেজে শুয়ে থাকা জঙ্গির গুলিতেই মৃত্যু হয়েছে তাঁদের। গুরুতর জখম হয়েছেন নিরাপত্তা বাহিনীর আরও ৮ জওয়ান। মৃতদের মধ্যে সিআরপি-র দুই জওয়ান, রাজ্য পুলিশের দুই কর্মী এবং এক স্থানীয় বাসিন্দা রয়েছেন।

দেশটির উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দোয়ারার বাবাগুন্ড এলাকার ঘটনা।

আনন্দবাজারের খবরে বলা হয়, একটি বাড়িতে দুই জঙ্গি লুকিয়ে থাকার খবরের ভিত্তিতে অভিযানে নামে রাজ্য পুলিশের এসওজি, সিআরপি-র ৯২ নম্বর ব্যাটেলিয়ন এবং সেনাবাহিনীর ২২ রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ বাহিনী। হান্দোয়ারার বাবাগুন্ডে ওই বাড়ির কাছে পৌঁছলে, তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।

গুলি বিনিময় চলাকালীন দুই জঙ্গির মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। সেই মতো দেহ উদ্ধারে এগোয় নিরাপত্তা বাহিনী। তাতেই বিপত্তি বাধে। মাটিতে পড়ে থাকা দুই জঙ্গির মধ্যে একজন আচমকা উঠে দাঁড়িয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করলে জখম হন জওয়ানরা। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মধ্যে চার জনের মৃত্যু হয়। যৌথ বাহিনীর গুলিতে মৃত সেজে শুয়ে থাকা ওই জঙ্গিরও মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। তবে এখনও পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি।

Bootstrap Image Preview