Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফোন করে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে মোদিকে সমর্থন দিয়েছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ০৮:৪০ PM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ০৮:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে সমর্থন দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার রাতে ফোন করে পুলওয়ামা হামলার ব্যাপারে সমবেদনা জানানোর পাশাপাশি সন্ত্রাসবিরোধী লড়াইয়ের জন্য মোদির প্রশংসা করেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, এই মুহূর্তে ভারতের পাশে থাকার জন্য পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। এছাড়া সন্ত্রাসবিরোধী লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এছাড়া উভয় দেশের সহযোগিতা আরো বাড়ানো হবে বলেও কথোপকথনে উঠে আসে। এমনকি মোদিকে ইস্টার্ন ইকোনমিক ফোরামে যোগ দেয়ার আমন্ত্রণও জানান পুতিন। এ বছরের শেষের দিকে সেটি অনুষ্ঠানের কথা রয়েছে। ওই আমন্ত্রণের ব্যাপারেও পুতিনকে ধন্যবাদ জানান মোদি।

Bootstrap Image Preview