Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাঘাটা-জুমারবাড়ী সড়ক যেন মরণফাঁদ, দুর্ভোগ চরমে

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ০৪:৪৩ PM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ০৪:৪৩ PM

bdmorning Image Preview


গাইবান্ধার সাঘাটায় ওয়াপদা বাঁধের উপর সাঘাটা-জুমারবাড়ী সড়ক সংস্কার অভাবে এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ব্যস্ততম এ সড়কজুড়ে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হওয়ার যানবাহন চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে। ছোট-ছোট যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে।

জনসাধরণের চরম দুর্ভোগ দেখে মনে হয় এসব যেন দেখার কেউ নেই। সাম্প্রতিক জাতীয় সংদস নির্বাচনের সময় বিভিন্ন সভা-সমাবেশে ভুক্তভুগিদের পক্ষে প্রার্থীর কাছে জনদুর্ভোগের এ সড়ক সংস্কারে দাবি তুলে ধরা হয়।

উপজেলার ঝাড়াবর্ষা তিন রাস্তার মাথা হতে জুমারবাড়ী বাজারের প্রবেশ পথ পর্যন্ত প্রায় ৮ কিঃমিঃ এলজিইডির সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হচ্ছে না। ফলে যানবাহন চলাচলের জন্য সড়কটি অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে ডাকবাংলা বাজার হতে জুমারবাড়ী বাজাররের প্রবেশ পথ পর্যন্ত ওয়াপদা বাঁধের উপর প্রায় ৬ কিঃমিঃ পর্যন্ত সড়কের অবস্থা বেশী করুণ। ওয়াপদা বাঁধটি দু’পাশের জমি থেকে প্রায় ১০ ফুট উচ্চতার কারণে বিপদটা আরো বেশী।

মাত্র ১০ ফুটের পাকা সড়কের এই অংশজুড়ে পাথর ও খোঁয়া উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। কোনো স্থানে বৃষ্টির পানির তোরে অনেক অংশজুড়ে সড়ক ভেঙে যাওয়ায় সেখানে স্থানীয় ইউপি চেয়ারম্যানরা মাটি ভরাট করে কোনরকমে চলাচলের ব্যবস্থা করেছেন। এ ছাড়া সড়কের দু’পাশের পাকা ভেঙে মাটিসহ খোঁয়া, পাথর গভীর নীচে পড়ে যাওয়ার দরুণ সড়কটির কোনো কোনো অংশে প্রশস্ত কমে বিপদজনক স্থানে পরিণত হয়েছে।

ফলে ব্যস্ততম সড়কটি ছোট-বড় সবধরণের যানবাহন চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে। এ পথে কিছুদিন আগেও বগুড়া, মহাস্থান, শিবগঞ্জ, সারিয়াকান্দি, সোনাতলা, জয়পুরহাটরসহ বিভিন্ন এলাকার গরু, মরিচসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক ভরতখালী হাট, ফুলছড়ি হাট, সাঘাটা হাটে প্রতিনিয়ত যাতায়াত করতো। কিন্তু রাস্তার করুণ দশার কারণে ইতিমধ্যেই ওইসব ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

এরপরও বিকল্প পথ না থাকায় ঝুঁকি নিয়ে এ সড়কে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, সাঘাটা ডিগ্রী কলেজ, পাইলট উচ্চ বিদ্যালয়, মহিলা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবাহী পিকআপ ভ্যান, অটোভ্যান, অটোরিক্সা, হাসপাতালের রোগীবাহী এ্যাম্বুলেন্স, থানার পিকআপ গরু ও মালবাহী ট্রাক, পিকআপ, বাসসহ বিভিন্ন ধরণের ছোটবড় অসংখ্য যানবাহন যাতায়াত করতে গিয়ে লোকজন দুর্ঘটনার কবলে পড়ে আহত ও পঙ্গু হওয়ার পাশাপাশি যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অপরদিকে দ্বিগুণ সময় অতিবাহিত ও চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। গত জেএসসি, এসএসসি পরিক্ষা চলাকালীন সময়ে এ পথে পরিক্ষা কেন্দ্রে যাতায়াত করার সময় যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে অনেক পরিক্ষার্থী আহত হয়েছে। আগামী মাসে এইচএসসি পরিক্ষা। এ সময় পরিক্ষার্থীদের এ সড়কে পরিক্ষা কেন্দ্রগুলোতে যাতায়াতে পরিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অবিভাবদের মধ্যে উদ্ব্যেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশী ছাবিউল ইলাম জানান, সড়কটি ওয়াপদা বাঁধের উপর হওয়ায় ইচ্ছা করলেই সংস্কার করা সম্ভব হয় না। এটা অনেক বড় অর্থের কাজ। বড় অংকের অর্থ বরাদ্দ ছাড়া সংস্কার করা সম্ভব নয়। তবে সংস্কারের ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে শীঘ্রই বরাদ্দ হতে পারে। বরাদ্দ পেলেই টেন্ডরের মাধ্যমে কাজ করা হবে।

Bootstrap Image Preview