Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

র‌্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে শ্রীপুরে জাতীয় ভোটার দিবস পালিত 

সাখাওয়াত হোসেন সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ০২:৫৮ PM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ০২:৫৮ PM

bdmorning Image Preview


গাজীপুরের শ্রীপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মার্চ) উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি যাত্রা শুরু করে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক কমিউনিটির প্রতিনিধিবৃন্দ র‌্যালিতে অংশ গ্রহণ করেন। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার র‌্যালির নেতৃত্ব দেন।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন এর সভাপতিত্বে আলোচনা সভায় শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, নির্বাচন অফিসের অফিস সহকারী মো. গোলজার হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সামাজিক কমিউনিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলেন জানান, ভোটার দিবস টি দেশে এই প্রথম পালিত হচ্ছে। সে অনুযায়ী শ্রীপুরেও যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার ১৮ বছরের সকল নারী পুরুষকে ভোটার হওয়ার আহ্বান জানান। এজন্য শ্রীপুর উপজেলাবাসীকে শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করার অনুরোধ করেন।

Bootstrap Image Preview