Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কালীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালন

সোহেল আহমেদ খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ০২:৪৩ PM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ০২:৪৩ PM

bdmorning Image Preview


'ভোটার হব, ভোট দিব' প্রতিপাদ্যে সারাদেশে প্রথমবারের মতো গাজীপুরের কালীগঞ্জেও পালিত হলো জাতীয় ভোটার দিবস।

শুক্রবার (১ মার্চ) সকালে নানা অনুষ্ঠানিকতায় দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচণ অফিসার ফারিজা নূরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক। এতে আরো বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. সোহেল রানা, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. বাদল মিয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইসরাত জাহান, বিআরডিবি’র হিসাব রক্ষক লিটন আহমেদ প্রমূখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, যুগ্ম সম্পাদক মাফুজা আফরিন মনি, কোষাধ্যক্ষ ওমর আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক রফিক সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিল্লাল হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।     

Bootstrap Image Preview