Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অভিনন্দন যেন নিরাপদে দেশে ফিরে আসতে পারেন প্রার্থনা মমতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ১২:১৩ PM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ১২:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তানে আটক ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন যেন নিরাপদে দেশে ফিরে আসতে পারেন, সে প্রার্থনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল এক টুইট বার্তায় এ কথা বলেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন,‘তার পরিবার পরিজন এবং আমাদের দেশের কোটি কোটি মানুষের মতই। আমিও চাইছি উইং কমান্ডার অভিনন্দন বর্তমান যেন নিরাপদে এবং সুস্থ অবস্থায় পাকিস্তানের হেফাজত থেকে তার নিজের দেশে ফিরে আসতে পারেন। আমি তার জন্য প্রার্থনা করব।’

গতকাল বৃহস্পতিবার বিকেলে ইমরান খান জানিয়ে দেন, দুদেশের মধ্যে শান্তিপ্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করার উদ্দেশ্যেই ভারতের উইং কমান্ডার অভিনন্দনকে শুক্রবার ছেড়ে দেবে পাকিস্তান। ইমরানের এই বক্তব্যের কয়েক মিনিট বাদেই টুইটটি করেন মমতা।

গত বুধবার সকালে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের আকাশসীমা লঙ্ঘন করায় দুটি ভারতীয় ফাইটার জেটকে ভূপাতিত করে দেশটির সেনারা। এ সময় দুজন পাইলটকে আটকের কথা বলা হলেও তা পরে শুধরে নেন মেজর জেনারেল আসিফ গফফুর। তিনি লিখেন, ‘একজন পাইলট পাকিস্তান সেনাবাহিনীর হেফাজতে রয়েছে।’

Bootstrap Image Preview