Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাফিনসহ ৪ জাপা প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ১১:৩৫ AM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ১১:৩৫ AM

bdmorning Image Preview


ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদের সদ্য সমাপ্ত উপনির্বাচনে জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম। তবে আতিকুল ইসলাম বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করায় জাতীয় পার্টির (জাপা) মো. শাফিন আহমেদসহ অন্য সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জাতীয় নির্বাচন পরিচালনা বিধিমালার ৪১(৩) অনুসারে, সিটি করপোরেশন নির্বাচনের প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়ে কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাতিলের বিধান রয়েছে।

কিন্তু ১২৯৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক পেয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট। অন্যদিকে আতিকুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপা প্রার্থী  মো. শাফিন আহমেদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট।

নির্বাচনে অন্য প্রার্থীদের মধ্যে ন্যাশনাল পিপলস পার্টির মো. আনিসুর রহমান দেওয়ান আম প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৬৯৫ ভোট, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান বাঘ প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৫৬০ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. আবদুর রহিম টেবিল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৪০ ভোট।

বৃহস্পতিবার দিবাগত রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপিত ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ থেকে ভোটের এ ফল জানান রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে ৩০ লাখ ৩৫ হাজার ৫৯৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ৯ লাখ ৪২ হাজার ৫৩৯টি। যার আট ভাগের এক ভাগ হল ১ লাখ ১৭ হাজার ৮১৭ ভোট। ফলাফলের ভিত্তিতে তাদের কেউই সেই ভোট পেতে সক্ষম হয়নি।তাই তাদের জামানত বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে সে অর্থ জমা দেবেন রিটার্নিং কর্মকর্তা।

Bootstrap Image Preview