Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাইবান্ধার ৬ উপজেলায় ৯৫ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ১০:৫৯ AM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ১০:৫৯ AM

bdmorning Image Preview


উপজেলা নির্বাচনে গাইবান্ধার ছয়টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রার্থীদের মধ্যে এসব প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এদের মধ্যে সাঘাটায় আওয়ামী লীগের সামশীল আরেফিন (নৌকা), একেএম মমিতুল হক সরকার (লাঙ্গল) ও স্বতন্ত্র জাহাঙ্গীর কবীর (ঘোড়া) সহ ৩ জন।

সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী পিয়ারুল ইসলাম (নৌকা), ন্যাশনাল পিপলস পার্টির শফিকুল ইসলাম (আম), স্বতন্ত্র প্রার্থী ইস্তেকুর রহমান (আনারস) ও শাহ সারোয়ার কবীর (ঘোড়া) সহ ৪ জন।

সাদুল্যাপুরে আওয়ামী লীগের সাহারিয়া খাঁন (নৌকা), স্বতন্ত্র আবু সাদাত শাহ মো. ফজলুল হক (মোটর সাইকেল), আক্তার বানু লাকি (আনারস) ও মতিয়ার রহমান সরকার (কাপ পিরিচ) সহ ৪ জন।

গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের আব্দুল লতিফ প্রধান (নৌকা), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আব্দুল মতিন মোল্লা (হাতুড়ী), স্বতন্ত্র মুকিতুর রহমান রাফি (ঘোড়া), জাহিদ চৌধুরী (আনারস) ও ফেরদৌস আলম রাজু (দোয়াত কলম) সহ ৫ জন।

ফুলছড়িতে আওয়ামী লীগের জিএম সেলিম পারভেজ (নৌকা), স্বতন্ত্র হাবিবুর রহমান (ঘোড়া), মো. আবু সাঈদ (মোটর সাইকেল) ও সৈয়দ মো. বেলাল হোসেন ইউসুফ (দোয়াত কলম) সহ ৪ জন।

পলাশবাড়ী উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী একেএম মোকছেদ চৌধুরী (নৌকা), মমতাজ উদ্দীন (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী বজলার রহমান (আনারস) প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে ৩ সহ জন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলায় ৫ জন, সাদুল্যাপুরে ৭ জন, গোবিন্দগঞ্জে ৫ জন, ফুলছড়িতে ৫ জন, সাঘাটায় ৯ জন ও পলাশবাড়ীতে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলায় ৬ জন, সাদুল্যাপুরে ২ জন, গোবিন্দগঞ্জে ৮ জন, ফুলছড়িতে ৪ জন, সাঘাটায় ৭ জন ও পলাশবাড়ীতে ৬ জন প্রার্থীকে মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

সদর, সাদুল্যাপুর ও গোবিন্দগঞ্জ উপজেলার রিটার্নিং অফিসার মোছা. রোখছানা বেগম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এবং ফুলছড়ি, সাঘাটা ও পলাশবাড়ী উপজেলার রিটার্নিং অফিসার মো. মাহবুবুর রহমান জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার এসব প্রতীক বরাদ্দ দেন।

এসব উপজেলায় দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ। শুধু সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে পরের কোনো ধাপে। নির্বাচনে ছয় উপজেলায় প্রায় সাড়ে ১৪ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা যায়। 

Bootstrap Image Preview