Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উপজেলা নির্বাচন : মতলব উত্তরে জাপা প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২৭ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২৭ PM

bdmorning Image Preview


চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সোহরাব হোসেন প্রার্থীতা প্রত্যাহারের জন্য আবেদন করেছেন।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন। তবে আগামী ৭ মার্চ পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। তার আবেদন মঞ্জুর হলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমএ কুদ্দুস ছাড়া আর কোন প্রার্থী থাকবে না।

জানা গেছে, ছেঙ্গারচর পৌর জাতীয় পার্টির আহ্বায়ক সোহরাব হোসেন পার্টির চেয়ারম্যান কার্যালয় থেকে মনোনয়ন পান। এরপর গত ২৬ ফেব্রুয়ারি চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেন। বৃহস্পতিবার যাচাই বাছাইয়ের পর তিনি প্রার্থীতা প্রত্যাতারের জন্য আবেদন করেন।

কেন প্রার্থীতা প্রত্যাহার করতে চাইছেন তা এখনো জানা যায়নি। তবে জাতীয় পার্টির একাধিক নেতাকর্মীরা জানিয়েছেন, সোহরাব হোসেন রাজনীতিতে একেবারেই নতুন মুখ। তিনি নির্বাচনে তেমন ভূমিকা রাখতে পারবেন না ভেবে হয়তো প্রার্থীতা প্রত্যাহার করবেন।

তবে এ ব্যাপারে কথা বলতে সোহরাব হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি মুঠোফোন রিসিভ করেননি।

Bootstrap Image Preview