Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁওয়ে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:১২ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:১২ PM

bdmorning Image Preview


'পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে' এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তা প্রাঙ্গণে শপথবাক্য পাঠের মধ্যদিয়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিডি ক্লিনের উপদেষ্টা আলাউল ইসলাম, জেলা বিডি ক্লিনের সমন্বয়ক মেহেরাব হোসেনসহ বিডি ক্লিনের অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় জেলা সমন্বয়ক মেহেরাব হোসেন জানান, যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস পরিবর্তন করতে যাচ্ছি। আমরা আমাদের ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাবো। আমরা মেয়র মহাদয় ও জেলা প্রসাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি ঠাকুরগাঁও শহরে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যেন ডাস্টবিন স্থাপন করা হয়।

Bootstrap Image Preview