Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫০ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫০ PM

bdmorning Image Preview


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবানের ৭টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দায়িত্বপ্রাপ্ত জেলা রিটানিং কর্মকর্তা মোম্মমদ আবুল কালামের কাছ থেকে প্রার্থী ও প্রার্থীদের পক্ষে সমর্থকরা প্রতীক গ্রহণ করেন। এ সময় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন উপজেলার প্রার্থীরা উপস্থিত ছিলেন।

২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবানের ৭টি উপজেলার মধ্যে ৭টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৮ মার্চ। এ বারের উপজেলা নির্বাচনে ৬টি চেয়ারম্যান পদে ১৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন অংশ নিচ্ছে। তবে লামা উপজেলায় এখনো প্রার্থীতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্ধ দেয়া হয়নি।

বান্দরবান সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: শাহাদাৎ হোসেন জানান, বান্দরবানের সাতটি উপজেলায় নির্বাচন আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে। তবে আওয়ামী লীগের এক চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুর কারণে লামা উপজেলায় প্রার্থীতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্ধ অন্যান্য উপজেলা থেকে এক দুই দিন বেশি সময় লেগে যাবে।

তিনি আরো জানান, এবারের উপজেলা নির্বাচনে বান্দরবান সদর, আলীকদম, রোয়াংছড়ি ও থানছি মোট ৪টি উপজেলার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ আবুল কালাম এবং রুমা, লামা ও নাইক্ষংছড়ি ৩টি উপজেলার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা মো: রেজাউল করিম।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: শাহাদাৎ হোসেন আরো জানান, বান্দরবানে এবার ২ লক্ষ ৪৬ হাজার ১শ' ৮৪ জন ভোটার উপজেলা নির্বাচনে ভোট কার্যক্রমে অংশ নেবে।

Bootstrap Image Preview