Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬, আটক ৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪১ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পূর্ব শত্রুতার জেরে আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬ জন আহত হয়েছে, আটক করা হয়েছে ৪ জনকে।

আজ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল মোড়ে ঘটনার সূত্রপাত হয়।

সংঘর্ষে জড়ানো দুই গ্রুপ হলো বিশ্ববিদ্যালয়ের বগিভিত্তিক সংগঠন ‘সিএফসি’ ও ‘বিজয়’। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উভয় গ্রুপই দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসে অবস্থান করছিল।

আহতরা হলেন- ইংরেজী বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ফয়সাল, সমাজতত্ব বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মেহেদী হাসান, বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইমরান হাসান, একই শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. আব্দুস সাত্তার, ইতিহাস বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ওসমান ও ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রহমত উল্লাহ।

এসময় পুলিশ ৫টি রামদা উদ্ধার করেছে। সংঘর্ষের সময় সোহরাওয়ার্দী হলের প্রায় ২০টি কক্ষ ভাঙচুর করা হয়েছে।

সূত্র জানায়,গতকাল বুধবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী হলের পাশের একটি দোকানে সিএফসি ও বিজয় গ্রুপের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সিএফসি নেতা সোয়েবুর রহমান কনক বিজয় গ্রুপের কর্মী কাকনকে মারধর করেন। পরবর্তীতে সিনিয়রদের হস্তক্ষেপে সেটি মীমাংসা হলেও রাত সাড়ে দশটার দিকে কনক ও আখলাছ সোহরাওয়ার্দী হলের মোড়ে আসলে বিজয়ের কর্মীরা তাদের মারধর করে আখলাছের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

এসময় সিএফসির নেতা-কর্মীরা শাহ আমানত হল ও বিজয় গ্রুপের কর্মীরা সোহরাওয়ার্দী হলে অবস্থান নিলে সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে।

এ ঘটনা কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সিএফসি গ্রুপের নেতাকর্মীরা সোহরাওয়ার্দীতে অবস্থানরত বিজয় গ্রুপের নেতাকর্মীদের ধাওয়া দেওয়ার চেষ্টা করলে উভয় গ্রুপের সংঘর্ষ হয়। এতে চার ছাত্রলীগ কর্মী আহত হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে উভয় পক্ষকে সরিয়ে দেয়। এসময় ৫ টি রাম দা ও ৪ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশ।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় কয়েকজন আহত হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Bootstrap Image Preview