Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজনৈতিক পরিচয়ে মেয়র পদে নির্বাচন হচ্ছে: মাহবুব তালুকদার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩৯ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঢাকা উত্তর সিটি করপোরেশনে রাজনৈতিক পরিচয়ে মেয়র পদে নির্বাচন হচ্ছে। কিন্তু প্রধান বিরোধী দলগুলো এতে অংশগ্রহণ না করায় এটি অংশগ্রহণমূলক নির্বাচন নয়  বরে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তাতে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে উৎসাহ দেখা যায় না।

তিনি আরো বলেন, এই নির্বাচন পাঁচ বছর পর পর হবে। তবে এখন যারা নির্বাচিত হবেন তারা মাত্র এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। এই জন্যই আমি এটা অপূর্ণাঙ্গ নির্বাচন বলছি।

তিনি বলেন, আমি মগবাজারস্থ ইস্পাহানি স্কুল ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। কিন্তু সেখানে সরকারদলীয় মেয়র পদের পোলিং এজেন্ট ছাড়া আর কোনো প্রার্থীর পোলিং এজেন্ট ছিল না। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ওই স্কুলের ৫টি ভোটকেন্দ্রে মাত্র ৩৮৫ জন ভোট দিয়েছেন। ৫টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৪১৩ জন।

উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে ভোটগ্রহণের পাশাপাশি উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

Bootstrap Image Preview