Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ সীমান্তে ভারতের সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৩৭ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই বাংলাদেশ-ভারত সীমান্তে সতর্কতা জারি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। পাশাপাশি যেকোনও ধরনের সন্ত্রাসবাদী কার্যক্রম ঠেকাতে সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে তারা।

বুধবার বিএসএফ কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, বাংলাদেশ-ভারত সীমান্তে কেউ যেন কোনও ধরনের সন্ত্রাসবাদী কার্যক্রম চালাতে না পারে সেজন্য সতর্ক আছে বিএসএফ।

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের মধ্যকার সীমান্ত দৈর্ঘ্য ২ হাজার ২১৬ দশমিক ৭ কিলোমিটার। এর মধ্যে বিশাল অংশে কোনও বেড়া নেই। মূলত ওইসব এলাকাতেই নজরদারি বৃদ্ধি করেছে বিএসএফ।
এছাড়া সুন্দরবন এলাকার নদীপথেও নজরদারি বাড়ানো হয়েছে।

এ সম্পর্কে বিএসএফের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কোনও দুষ্কৃতিকারী যেন সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করতে না পারে এবং সীমান্ত এলাকায় যেকোনও ধরনের সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে আমরা সতর্কতা জারি করেছি।

Bootstrap Image Preview