Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তান এবং আটক পাইলটের নাম মুখে নেননি মোদি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:১৮ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:১৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পুরো দেশ আজ ঐক্যবদ্ধ হয়েছে। তারা আমাদের সেনাদের পাশে দাঁড়িয়েছেন।

বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির প্রচারে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেয়ার সময় মোদি প্রতিবেশী পাকিস্তান কিংবা দেশটিতে আটক ভারতীয় পাইলটের নাম মুখে নেননি।-খবর সিএনএনের।

বুধবার পাকিস্তানি গুলিতে দুটি ভারতীয় বিমান ভূপাতিত হয়। তখন উইং কমান্ডার অভিনন্দনকে আটক করে পাকিস্তানের সেনাবাহিনী। বর্তমানে তিনি দেশটির কারাগারে রয়েছেন।

বক্তব্যে মোদি ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতার প্রতি আস্থা রাখতে ও দেশের সমৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম করার অনুরোধ করেন।

তিনি বলেন, বিশ্ববাসী আমাদের সম্মিলিত চেষ্টা পর্যবেক্ষণ করছেন। আমাদের সেনাবাহিনীর সক্ষমতায় আমরা আস্থা রাখছি।

মোদি বলেন, এমন কিছু করা উচিত না যাতে তাদের মনোবলে আঘাত লাগে কিংবা শত্রুরা আমাদের দিকে আঙুল তুলতে সাহস পায়।

ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, যখন শত্রুরা আমাদের দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, যখন সন্ত্রাসী হামলা ঘটছে, তাদের একটাই উদ্দেশ্য হচ্ছে, আমাদের অগ্রযাত্রাকে রোধ করে দেয়া। তারা আমাদের থামিয়ে দিতে চাচ্ছে।

প্রতিটি ভারতীয় নাগরিককে দেয়ালের মতো প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে জানিয়ে তিনি বলেন, আমরা তাদের দেখিয়ে দেব, কিছুতেই তারা আমাদের সমৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

Bootstrap Image Preview