Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবি সীমান্তে মানবপাচার ও চোরাচালান বন্ধে মতবিনিময়

আল-কারিয়া চৌধুরী, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:২০ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:২০ PM

bdmorning Image Preview


জয়পুরহাটের পাঁচবিবি আটাপাড়া সীমান্ত এলাকায় চোরাচালান, মানবপাচার, জঙ্গী ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে মতবিনিময় ও র‌্যালির আয়োজন করেছে বিজিবি।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আটাপাড়া রেলগেট থেকে শুরু করে একটি র‌্যালি সীমান্তের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের আয়োজনে র‌্যালিতে অংশগ্রহণ করেন, ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু নাঈম খন্দকার, আটাপাড়া ক্যাম্পের সুবেদার ফারুকুল ইসলাম, বাগজানা ইউনিয়ন পরিষদের সদস্য সানোয়ার হোসেন, আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনকুল চন্দ্র, মুক্তিযোদ্ধা আঃ হামিদ, বিদ্যালয়ের ছাত্রছাত্রী/শিক্ষক ও এলাকার সুধীজনসহ বিজিবি সদস্যরা। 


 

Bootstrap Image Preview