Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাঘাটায় 'ওপেন হাইজ ডে' অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১০ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১০ PM

bdmorning Image Preview


গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারী বলেছেন, জনগণের কাজ করার জনই পুলিশ সৃষ্টি হয়েছে। অনেক চড়াই পেরিয়ে দেশে গণতন্ত্র এসেছে। এ গণতন্ত্র রক্ষার জন্য জনগণের পাশে থেকে পুলিশ কাজ করে যাচ্ছে। আর পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌছাতে পুলিশিং কমিটি সৃষ্টি করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সাঘাটা থানা পুলিশের আয়োজিত থানা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওপেন হাইজ ডে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।

তিনি বলেন, অনেক অপরাধের মূলে রয়েছে মাদক। সেই মাদকের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। বর্তমানে মাদকের আইন অত্যন্ত কঠোর হয়েছে। মাদক ব্যবসায়ী, সেবনকারী ও বহনকারীদের কোন ছাড় নেই।

এসময় থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মন্ডল, সাধারণ সম্পাদক নাজমুল হুদা দুদু, গাইবান্ধা জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন, পুলিশ পরিদর্শক কাওছার আলী, বোনারপাড়া তদন্ত কেন্দ্র ইনচার্জ মোখলেছুর রহমান, এস আই সাহাদত হোসেন, আজিজুল হক, সাঘাটা প্রেসক্লাব সভাপতি জয়নুল আবেদীন, সাবেক ইউপি মাহাফুজার রহমান মাফু প্রমুখ।
 

Bootstrap Image Preview