Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জয়পুরহাটে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

আল মামুন, জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৩ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:২৭ PM

bdmorning Image Preview


জয়পুরহাটের ক্ষেতলাল গোলাহার গ্রামের বাসিন্দা দুলাল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়।

 বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজের বিচারক বেগম মমতাজ পারভীন এ আদেশ দেন। 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ক্ষেতলাল উপজেলার গোলাহার গ্রামের আনিছুর রহমান, শাবলু খান, রমজান আলী ও সোহেল রানা।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৮ এপ্রিল ক্ষেতলাল উপজেলার গোলাহার গ্রামের নিজ বাড়িতে মোতালেব তালুকদারের ছেলে দুলাল তালুকদারকে গলা কেটে হত্যা করে দণ্ডিতরা। সেদিনই নিহতের বড় ভাই জাহাঙ্গীর তালুকদার বাদী হয়ে ক্ষেতলাল থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি। অন্যদিকে, আসামিদের পক্ষের আইনজীবী ছিলেন এ ই এম খলিলুর রহমান।  
 

Bootstrap Image Preview