Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতকে অতিথি করা হলে ওআইসি সম্মেলন বর্জন করবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫৮ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫৮ PM

bdmorning Image Preview


ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন বর্জন করার হুমকি দিয়েছে পাকিস্তান। আসন্ন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অতিথি করা হলে ওই অনুষ্ঠান বর্জন করা হবে বলে ওআইসিকে আনুষ্ঠানিক বার্তা দিয়েছে দেশটি। পাকিস্তানের ডন অনলাইনে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমাদ আল-ওথাইমানকে লেখা এক চিঠিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন, পাকিস্তান ইউনাইটেড আরব আমিরাতকে (ইউএই) ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণ প্রত্যাহার করতে বলেছে। তা না হলে ওই সম্মেলনে যাওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করবে পাকিস্তান।

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ অনুরোধ জানাল পাকিস্তান। ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতের বিমান হামলা চালানোর পর এই অঞ্চলের বিপন্ন নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর দিতে ওআইসিকে আহ্বান জানিয়েছে দেশটি।

কুরেশি বলেন, ভারতের বিমান পাকিস্তানে অনধিকার প্রবেশ করেছে এবং পাকিস্তান তাদের ফিরে যেতে বাধ্য করেছে। ভারতের এই অনধিকার প্রবেশ আন্তর্জাতিক আইনের শুধু লঙ্ঘনই নয় ভারতের আগ্রাসন, যা প্রতিরোধের অধিকার পাকিস্তানের আছে। রাজনৈতিক সুবিধার জন্য ভারতের এ ধরনের হামলা করার ইতিহাস রয়েছে।

রেডিও পাকিস্তানের এক খবরে বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলুর সঙ্গে কথা বলেছেন। তিনি পাকিস্তানের পক্ষে থাকবেন বলে জানিয়েছেন।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আধা সামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪০ জওয়ান নিহত হওয়ার জবাবে মঙ্গলবার ভোরে পাকিস্তানে ঢুকে বিমান হামলা চালায় ভারত। এতে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদের ৩০০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। পুলওয়ামায় ওই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছিল জইশ-ই-মুহাম্মদ।

ভারতের হামলার পর অর্থমন্ত্রী আসাদ ওমর ও প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাট্টাকের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। এ সময় তিনি বলেন, ভারত আন্তর্জাতিক নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করেছে। আত্মরক্ষার অধিকার পাকিস্তানের আছে। এই ঘটনার জবাব দেওয়া হবে। পাকিস্তানকে চ্যালেঞ্জ জানানোর দুঃসাহস ভারতের না দেখানোই ভালো।

পাকিস্তানের ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভারতের ‘দায়িত্বজ্ঞানহীন নীতি’ বিশ্বের সামনে তুলে ধরতে উদ্যোগী হবে তাঁর দেশ। ভারত যে জায়গায় আন্তর্জাতিক নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করেছে, সেখানে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে নিয়ে যাওয়া হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আগামীকাল বুধবার ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) বিশেষ বৈঠক ডাকবেন। যেকোনো পরিস্থিতির জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত থাকবে।

Bootstrap Image Preview