Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিলিতে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত

সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫৬ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫৬ PM

bdmorning Image Preview


ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে হিলিতে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ডায়াবেটিক আ্যসোসিয়েশন দিনাজপুরের আয়োজনে হিলি হাকিমপুর পৌরসভা প্রাঙ্গনে সচেতনতামূলক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডায়াবেটিক আ্যসোসিয়েশনের সহ-সভাপতি জাবেদ আলীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীসহ সকল কাউন্সিলররা।

আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার রক্ত পরীক্ষার মধ্য দিয়ে দিনব্যাপী এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। 

দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালের ডা. আলমগীর হোসেন, মুহতাসিম লতিফুল ইসলাম,উম্মে আফরিন প্রিয়াংকার নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মানুষদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করেন এবং তাদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

সর্বমোট ১ হাজার মানুষের ডায়াবেটিস পরীক্ষা করা হবে বলে জানান তারা।

 

Bootstrap Image Preview