Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৮ বিমানবন্দর বন্ধ করে যুদ্ধের জন্য বিমানবাহিনীকে দিলো ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫১ PM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের আকাশসীমায় পাকিস্তানের দু'টি এফ-১৬ বিমান ঢুকে পড়ায় জম্মু-কাশ্মীর-সহ উত্তর ভারতের আকাশসীমায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। এই কারণে ভারতের আটটি বিমানবন্দরে অসামরিক বিমান পরিবহণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ। 

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানায়, দেশের আটটি বিমানবন্দরে অসামরিক বিমান পরিবহণ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে, শ্রীনগর, জম্মু, লে, অমৃতসর, পাঠানকোট, গগ্গল, দেরাদুন ও চণ্ডীগড়।

বুধবার ভারতীয় বিমানবাহিনীর একটি সূত্র থেকে জানা গিয়েছে, তাদের ব্যবহারের জন্যই ওই বিমানবন্দরগুলিতে অসামরিক বিমান পরিবহণ বন্ধ করে দেওয়া হচ্ছে।

তিনমাসের জন্য বিমানবন্দরগুলি বন্ধ করে দেওয়া হয়েছে বলে অন্য একটি সূত্র থেকে জানা গিয়েছে।

উল্লেখ্য, ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তানের পেশোয়ার বাচা খান বিমানবন্দরে সাধারণ বিমান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দরটি সামরিক কাজে ব্যবহারের জন্য ছেড়ে দেয়া হয়েছে।

পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, বুধবার বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরণের বাণিজ্যিক ও সাধারণ বিমান ওঠা-নামা স্থগিত করেছে। বন্দরটি এখন দেশটির বিমান বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা হয়। শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। এর পর থেকেই ক্ষোভে ফুঁসতে থাকে গোটা দেশ। সকলেই পাকিস্তানের বিরুদ্ধে বদলার দাবি জানিয়েছিলেন।

গতকাল মঙ্গলবার ভোররাতে পালটা আঘাত করে ভারত। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে হামলা চালায় ভারতীয় বিমানবাহিনীর সেনারা। ধ্বংস হয়ে যায় জইশ-ই-মহম্মদের সবচেয়ে বড় জঙ্গিঘাঁটি।

তার পর নিয়ন্ত্রণরেখা বরাবর পালটা হামলা চালাচ্ছে পাকিস্তান। বুধবার সকালে ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে পাকিস্তানের দু'টি এফ-১৬ যুদ্ধবিমান। তার মধ্যে একটিকে ধ্বংস করে দেয় বায়ুসেনা।

এই ঘটনা সামনে আসার ঘণ্টাখানেকের মধ্যেই বিমানবন্দরে অসামরিক বিমান পরিবহণ বন্ধ করে দেওয়া হয়।

Bootstrap Image Preview