Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহাদেবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় নির্বাচনী মাঠ সরব

ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৭ PM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৭ PM

bdmorning Image Preview


নওগাঁর মহাদেবপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীসহ দলীয় নেতাকর্মীদের প্রচার প্রচারণায় ভোটের মাঠ সরগরম হয়ে উঠেছে।

উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করতে প্রতিদিনই মিছিল, মিটিং, সভা-সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রা করা হচ্ছে।

আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে এ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব ভোদন নৌকা প্রতীক পাওয়ায় দলটির সর্বস্তরের নেতাকর্মীরা তাকে বিজয়ী করতে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে।

বিগত দু'টি উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী অংশগ্রহণ করায় উপজেলা পরিষদের এ চেয়ারটি আওয়ামী লীগের হাতছাড়া হয়ে বিএনপির দখলে যায়।

মহাদেবপুর থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা নাছের উদ্দিন মন্ডলের জেষ্ঠ্য পুত্র আহসান হাবীব ভোদন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্সে অধ্যয়নরত অবস্থায় ছাত্রলীগে যোগদানের মধ্যে দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করেন।

এরপর দীর্ঘদিন মহাদেবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং ২০০৪ সাল থেকে অধ্যবদি পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন আহসান হাবীব ভোদন।

আহসান হাবীব ভোদন বলেন, আমার নিজের জন্য রাজনৈতিক জীবনে বিগত দিনে চাওয়ার কিছু ছিল না এবং আগামী দিনেও থাকবে না। আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকাবাসীর সেবা নিশ্চিতসহ আমার চাওয়া থাকবে উপজেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করা। 

 

Bootstrap Image Preview