Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার ভারতে হামলা করেছে পাকিস্তানি যুদ্ধবিমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১৪ PM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১৪ PM

bdmorning Image Preview


এবার ভারতের আকাশসীমায় প্রবেশ করে বোমা হামলা চালিয়েছে পাকিস্তানি যুদ্ধবিমান। পাকিস্তানের অভ্যন্তরে সার্জিক্যাল স্ট্রাইকের একদিন পরেই ভারতের আকাশসীমায় ঢুকে এ হামলা চালায় পাকিস্তান।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, পাকিস্তানি যুদ্ধবিমানকে আকাশসীমা লঙ্ঘন করতে দেখে ধাওয়া করে ভারতীয় যুদ্ধবিমান। এতে ফিরে যেতে বাধ্য হয় পাকিস্তানি বিমান।

ইতোমধ্যে ঘটনার পর হাই অ্যালার্ট জারি করে লেহ, জম্মু, পাঠানকোট ও শ্রীনগর বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, জম্মু কাশ্মীরের নওশেরা সেক্টরে পাকিস্তানী যুদ্ধবিমান প্রবেশের পর বোমা নিক্ষেপ করে।

তবে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়, তাৎক্ষণিকভাবে যুদ্ধবিমানকে তারা ধাওয়া করায় ফিরে গেছে পাকিস্তানি বিমানগুলো।

এর আগে গত সোমবার ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে বালাকোট এলাকায় বোমা নিক্ষেপ করে। এতে ৪ ভারতীয় সেনা নিহত হয়। আহত হয় অন্তত ১১ জন।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৪৪ সদস্য নিহত হওয়ার পর গত সোমবার রাতে পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী।

Bootstrap Image Preview