Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাগরিকদের ‘প্রাণে বাঁচাতে’ সীমান্তে গ্রাম খালি করছে ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২৪ PM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়েয় জঙ্গি হামলার পর কার্যত ক্ষোভে ফুঁসছিল গোটা ভারত। মোদী জানিয়েছিলেন খুব শীঘ্রই এই হামলার জবাব দেবে ভারত। এরপর গত বুধবার ভারত কাশ্মীর সীমান্তে ২৭টি গ্রাম খালি করার নির্দেশিকা জারি করা হয়। এই নির্দেশনার পর সীমান্তবর্তী গ্রামগুলো খালি করার কাজ শুরু করে দেশটির স্থানীয় প্রশাসন। এর মধ্যেই আজ মঙ্গলবার ভোর রাতে পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল) পেরিয়ে পাকিস্তানের বালাকোটে হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী।

ভারতীয় বিমানবাহিনীর হামলায় জঙ্গি নিকেশে বড়সড় সাফল্য। মঙ্গলবার ভোর রাতের হামলায় শেষ হয়েছে প্রায় ৩০০ জঙ্গি জানায় ভারতীয় গণমাধ্যম।

সূত্রের আরও খবরে জানা যায়, সেই তালিকায় রয়েছে জইশ-ই-প্রধান মাসুদ আজাহারের ২ ভাই ও শ্যালক ইউসুফ আজাহার-সহ ৫ ।

ভারতীয় গনমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে পাক অধিকৃত কাশ্মীরে জইশের সব থেকে বড় জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে বোমা বর্ষণ করে ভারতীয় বিমানবাহিনী। নিখুঁত লক্ষ্যভেদ করে মিরাজ ২০০০ বিমান থেকে লেজার গাইডেড বোমা। 

উল্লেখ্য, পুলওয়ামার কাণ্ডের পরই সার্জিক্যাল স্ট্রাইকের কথা উল্লেখ করেছিলেন মোদী। তবে এখানেই শেষ নয়। অপারেশনের আগের রাতে, কার্যত সারা রাত জেগে গোটা অভিযানের ওপর নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সূত্রের খবরে জানা যায়, তিন মন্ত্রীকে নিয়ে গোট ঘটনার তদারকি করেছেন তিনি। তাঁর উপস্থিতিতেই হয়েছে সমস্ত পরিকল্পনা। সারারাত অভিযানের পুঙ্খাণুপুঙ্খ খবর নিয়েছেন মোদী।

 

ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা বরাবর বোমা হামলার পর থেকে দুই দেশে উত্তেজনা দেখা দিয়েছে।

এ নিয়ে আতঙ্কে রয়েছে ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের গ্রামবাসীরা। পাকিস্তানের পাল্টা হামলার ভয়ে মাটি খুঁড়ে বাংকার তৈরি করছে গ্রামবাসী।

জম্মু-কাশ্মীর এলাকার একটি ছবিতে দেখা যায় বাংকার তৈরির পর সেখান থেকে পানি নিষ্কাশন করছে গ্রামবাসীদের কয়েকজন। এএফপির প্রতিবেদনে বলা হয়, এ শহরটিতে আত্মঘাতী বোমা হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হওয়ায় ঘটনায় মঙ্গলবার ভারতীয় বাহিনী পাকিস্তানে হামলা করছে। এর পর থেকে সীমান্তবর্তী মানুষ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে গত কিছুদিন ধরে সীমান্তে ব্যাপক শেলিং হয়েছে। পাক সেনার শেলিংয়ের জবাব দিয়েছে ভারত। এরপরই গ্রাম খালি করার নির্দেশিকা দেয়া হলো।

প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের বলা হয়েছে, তারা যেন শুধুই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে স্কুল বা কোনও সরকারি ভবনে আশ্রয় নেয়।

 

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয়েছে, সীমান্তের কাছে থাকা ২৭টি গ্রামে গোপন নির্দেশিকা জারি করা হয়েছে। নোটিশে ওই গ্রামগুলো খালি করার জন্য সব প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এদিকে, পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় হামলাকে চূড়ান্ত আগ্রাসন উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘পছন্দনীয় সময়ে এবং সঠিক জায়গায় উপযুক্ত জবাব দেবে পাকিস্তান।’

কাশ্মীরে ভারতের বিমান হামলায় পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্যদের নিয়ে মঙ্গলবার সকাল ১১টার দিকে জরুরি বৈঠকে বসেন ইমরান খান। বৈঠক শেষে সম্ভাব্য সব ধরনের পরিণতির জন্য তৈরি থাকতে দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ইমরান খান।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত জম্ম-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় দেশটির আধাসামরিক বাহিনীর ৪৯ জন সদস্য নিহত হয়েছে। এ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ হামলার ঘটনায় মোদি সরকার ভারত সেনাবাহিনীকে সব ধরনের ক্ষমতা প্রদান করে। এর পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাক সেনাদের হামলার প্রতিরোধ করতে যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারবে বলে একটি বিল পাস করেন।

Bootstrap Image Preview