Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হেলমেট বিক্রি করছে পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১৯ PM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


‘নো-হেলমেট, নো-পেট্রল’এর মতো সচেতনতামূলক আন্দোলনের উদ্যোক্তা অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফের সহযোগিতায় পীরগঞ্জে ৭৭টি হেলমেট বিক্রি হয়েছে।

আজ মঙ্গলবার(২৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জের বাসস্ট্যান্ডে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের মাঝে ওই হেলমেট বিক্রি করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনা ব্যাপকহারে বেড়ে গেছে। দুর্ঘটনা নিয়ন্ত্রণে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফ মোটরসাইকেল আরোহীদেরকে সচেতন করতে ‘নো-হেলমেট, নো-পেট্রল’ আন্দোলনের উদ্যোগ নেন।

একপর্যায়ে জেলা পুলিশের পক্ষ থেকে জনগণকে সচেতন করতে র‌্যালি, সভা-সমাবেশ, মতবিনিময়, লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিং করা হয়। পাশপাশি পেট্রলপাম্পগুলোতেও হেলমেটবিহীন মোটরসাইকেলে তেল বিক্রি নিষেধ করা হয়।

মঙ্গলবার পীরগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে নো-হেলমেট, নো-পেট্রল অভিযান পরিচালনা করে তাৎক্ষণিকভাবে ৫০০ টাকা করে মোট ৭৭টি হেলমেট বিক্রি করা হয়। পুলিশের পক্ষ থেকে রংপুর থেকে এক ব্যবসায়ী ওই হেলমেট বিক্রি করেন।

এ সময় ট্রাফিক ইন্সট্রাক্টর (টিআই) খান মো. মিজানুর ফাহামী, থানার ওসি সরেস চন্দ্রসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিআই ফাহামী বলেন, মামলা করেও জনগণকে সচেতন করা কষ্টকর হচ্ছে। তাই দুর্ঘটনায় শারীরিক ক্ষতির কথা উল্লেখ করে ইতিবাচক সাড়া পাচ্ছি।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ কমাতেই হেলমেট ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। ‘নো-হেলমেট, নো-পেট্রল’ সচেতনতামূলক আন্দোলন দেশের বিভিন্ন জেলা-উপজেলায় হওয়ায় মানুষ উপকৃত হচ্ছে।

Bootstrap Image Preview