Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২৬৫৪টি পত্রিকা প্রকাশ হচ্ছে বাংলাদেশে : সংসদে তথ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০৮ PM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চলতি অর্থবছরের বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশ হতে প্রকাশিত দৈনিক, সাপ্তাহিক ও পাক্ষিক পত্রিকার সংখ্যা দুই হাজার ৬৫৪টি। এর মধ্যে দৈনিক এক হাজার ২৪৮টি, সাপ্তাহিক ১১৯২টি ও পাক্ষিক ২১৪টি পত্রিকা প্রকাশিত হয়। সংসদে এক এমপি’র প্রশ্নের জবাবে এম্ন তথ্য জানানা তথ্যমন্ত্রী।

আজ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে পিরোজপুর-৩ আসনের এমপি মো. রুস্তম আলী ফরাজী বাংলাদেশের কতগুলি পত্র-পত্রিকা আছে এমন এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

এর আগে বিকেল পৌনে ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এরপর প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।

এ সময় মন্ত্রী সব পত্রিকার নামের তালিকা ও সম্পাদকদের নাম ও টেলিফোন নম্বর উল্লেখ করেন।

Bootstrap Image Preview