Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে মনোনয়ন বাতিল ৭ প্রার্থীকেই আপিলে বৈধ ঘোষণা

আব্দুল্লাহ আল নোমান, ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪৯ PM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪৯ PM

bdmorning Image Preview


সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া ৭ প্রার্থীকেই বৈধ ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে রিটানিং কর্মকর্তা তাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন। 

আপিলে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী সুলতানা রাজিয়া ডলি, ভাইস চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম টিটু, বখতিয়ার হোসেন রয়ন, মো. সাহাদ মিয়া, সাইয়্যেদুল মুরাদ।

সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস বেগম ইকবাল ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহিনী বেগম।

এর আগে বুধবার (২০ ফেব্রুয়ারি) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ তাদের প্রার্থীতা বাতিল করেন। পরে প্রার্থিতা ফেরত পেতে তারা নির্বাচন কমিশনে আপিল করেন।

Bootstrap Image Preview