Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত জারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৩০ PM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৩১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর থেকে এ সতর্ক সংকেত জারি করা হয়। পাশাপাশি নৌবন্দরের জন্যেও ৪টি সতর্ক সংকেত জারা করা হয়।

সতর্কবাতায় বলা হয়েছে, বজ্র মেঘের ঘনঘটার কারণে উত্তর বঙ্গপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্যে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে হবে।

উত্তর বঙ্গপসাগরে মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূল এলাকায় অবস্থানের আহ্বান করা হয়েছে।

তা ছাড়া নদীবন্দরগুলোকে আলাদা সতর্কবার্তা জারি করা হয়েছে। নদীবন্দরের জন্য ১-নং নৌ সতর্ক সংকেতে বলা হয়েছে যে, বন্দর এলাকা ক্ষণস্থায়ী ঝড়ো আবহাওয়ার কবেল নিপতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কি. মি. গতিবেগের কালৈবশাখীর ক্ষেত্রেও এই সংকেত প্রদর্শিত হয়। এই সংকেত আবহাওয়ার চলতি অবস্থার উপর সতর্ক নজর রাখারও তাগিদ দেয়া হয়েছে।

২-নং নৌ হুঁশিয়ারী সংকেতে বলা হয়েছে যে, বন্দর এলাকা নিম্নচাপের সমতুল্য একটি ঝড় যার গতিবেগ ঘণ্টায় অনুর্ধ্ব ৬১ কি. মি. বা একটি কালবৈশাখী ঝড়; যার বাতাসের গতিবেগ ৬১ কিঃমিঃ বা তদুর্ধ্ব। নৌযান এদের যেকোনটির কবলে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৬০ ফুট বা তারকম দৈর্ঘ্য বিশিষ্ট নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে।

৩নং নৌ-বিপদ সংকেতে বলা হয়েছে বন্দর এলাকা ঝড়ে কবলিত। ঘণ্টায় সর্ব্বোচ্চ একটানা ৬২-৮৮ কি. মি. গতিবেগের একটি সামুদ্রিক ঝড় সহসাই বন্দর এলাকায় আঘাত হানতে পারে। সকল প্রকার নৌযানকে অবিলম্বে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে হবে।

৪নং নৌ-মহাবিপদ সংকেতে বলা হয়েছে বন্দর এলাকা একটি প্রচণ্ড বা সর্ব্বোচ্চ তীব্রতার সামুদ্রিক ঝড়ে আক্রান্ত এবং সহসাই বন্দর এলাকায় আঘাত হানবে। ঝড়ো বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কি. মি. বা তদুর্ধ্ব। সকল প্রকার নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল সোমবার কোনো পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিন যেতে পারেনি। তাই এক দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ফের জাহাজ চলাচল শুরু হয়েছে। গত রবিবার দ্বীপে বেড়াতে যাওয়া তিন হাজার পর্যটক সেন্ট মার্টিনে আটকা পড়েন। তাঁরা এবার ফিরতে শুরু করেছেন।

Bootstrap Image Preview