Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওআইসিতে মুখোমুখি হবে পাক-ভারত!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:০১ PM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলার ঘটনা নিয়ে ইসলামিক সম্মেলন সংগঠন ওআইসিতে মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা। প্রথমবারের মতো কাশ্মীর সংকট নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ওআইসির উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখার আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে পাকিস্তানের অনুরোধে কাশ্মীর ইস্যু নিয়ে ইসলামিক সম্মেলন সংগঠন (ওআইসি) জরুরি সভা ডেকেছে। জম্মু-কাশ্মীরের ঘটনায় ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের অনুরোধে এ আহ্বান জানানো হয়। খবর: কাশ্মীরি গ্রেটার

মঙ্গলবার ১১টার দিকে পাঠানো একিট নোটিশে 'জরুরি' চিহ্নিত করে জেদ্দায় ওআইসি সচিবালয়ে পাঠানো হয়। ডন নিউজ এ তথ্য জানায়। পাকিস্তান ইসলামিক রিপাবলিকের অনুরোধে জম্মু ও কাশ্মীর নিয়ে ওআইসি সাধারণ সচিবালয়ে একটি সভা অনুষ্ঠিত হবে।

ডন নিউজ টিভি বলে, ভারতের দক্ষিণ কাশ্মীরে পুলওয়ামায় দেশটির ৪৯ জন আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হওয়া নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সভায় আলোচনা হবে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবুধাবিতে ওআইসি কাউন্সিলের ১-২ মার্চে ৪৬ তম অধিবেশনের সিডিউল নিয়ে আলোচনা হবে।

প্রতিবেদনে বলা হয়, প্রথমবারের মতো ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে ওআইসির উদ্ধোধনী আলোচনা সভায় বক্তব্য দেওয়া আমন্ত্রণ জানানো হয়েছে।

সবকিছু ছিকঠাক থাকলে ১ মার্চ আবুধাবিতে মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও।

ওআইসির ঘোষণাপত্র অনুযায়ী, মুসলিম বিশ্বের কণ্ঠস্বর হিসেবে এটিকে বর্ণনা করা হয়েছে। এর বিবৃতি অনুযায়ী, এটা মুসলিম বিশ্বকে রক্ষা ও নিরাপত্তা দিয়ে থাকে। পাশাপাশি এটি বিশ্বের শান্তি রক্ষা ও বিভিন্ন জাতির মধ্যে সম্প্রতি বজায় রাখে।

Bootstrap Image Preview