Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বরিশালে পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' এক ডাকাত নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৭ PM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:২২ PM

bdmorning Image Preview


বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাটে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মামুন সরদার (২৭) নামের এক যুবক নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

কাজীরহাট থানা পুলিশ জানায়, মামুন সরদার পাশ্ববর্তী হিজলা উপজেলার খুন্না গ্রামের মালেক সরদারের ছেলে। সে আমাদের কাছে চিহ্নিত ডাকাতদের তালিকার অন্তর্ভুক্ত ছিল।এমঙ্কি তার নামে ২২ টি অপরাধের বিরুদ্ধে মামলাও রয়েছে।

কাজীরহাট থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক জানান, গত ৫ ফেব্রুয়ারি কাজীরহাট থানা এলাকার পান্না মীরের বাড়িতে ডাকাতি হয়। ওই মামলায় রাসেল নামের একজনকে গ্রেফতার করা হয়। রাসেল পুলিশ ও আদালতের কাছে দেওয়া জবানবন্দিতে জানায়, তারা মামুন সরদারের নেতৃত্বে পান্না মীরের বাড়িতে ডাকাতি করেছে। ডাকাতির মালামালও তার কাছে। এ স্বীকারোক্তির ভিত্তিতে সোমবার(২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মুলাদী ব্রিজ থেকে মামুন সরদারকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করতে রাত আনুমনিক আড়াইটার দিকে পুলিশ মামুনকে নিয়ে কাজীরহাট ডিগ্রি কলেজের পাশে মনিরের ইটভাটায় যায়। সেখানে মামুনকে ছিনিয়ে নেওয়ার জন্য তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এ সময় মামুন পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।

অভিযান শেষে পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান সুটারগান, একটি পাইপগান, ২ রাউন্ড রাইফেলের ও ২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে।

Bootstrap Image Preview