Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নড়িয়ায় সেচ্ছাসেবক লীগ নেতার উপর সন্ত্রাসী হামলা

আসাদ গাজী, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১৮ PM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২১ PM

bdmorning Image Preview


শরীয়তপুরে নড়িয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের নেতা দেলোয়ার হোসেন দেওয়ান (৩৫) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নড়িয়া থানা সূত্রে জানা যায়, গত রবিবার (২৪ ফ্রেব্রুয়ারি) বিকালে তিনি ব্যবসায়ীক কাজে তার গ্রামের ঘড়িষার ইউনিয়নের চর লাউলানী নদীর পাড়ে গেলে সেখানে হঠাৎ করে ঘরিষার ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি আনসার মাঝির (৩০) নেতৃত্বে ছোবার মাঝী (৩৮), ছাব্বির মাঝি (১৯), জুয়েল সরদার (২১), শাকিল বেপারী (২০), স্বপন খাঁ (২০), দেলোয়ার ফকির (৩৩) সহ ১০-১২ জনের একদল সন্ত্রাসী আমার উপর হামলা চালায়।

এসময় তাদের হাতে থাকা রামদা, চাপাতি, লোহার রড, বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাথাড়ি পিটাতে থাকে। এতে তিনি আঘাতপ্রাপ্ত হন এবং যাওয়ার সময় হত্যা করার হুমকি দিয়ে যায় তারা। যাওয়ার সময় তার সাথে থাকা ব্যবসায়ীক কাজের জন্য ২০ হাজার নগদ টাকা এবং গলায় একটি স্বর্ণের চেইন সন্ত্রাসীরা তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে দেলোয়ারের বড় ভাই রাজ্জাক মাষ্টার বলেন ,আনসার মাঝির সাথে অনেক দিন আগে থেকেই আমাদের সাথে একটি ঝামেলা হয়। তবে তা মিমাংসা হয়ে যায়। কিন্তু তার পরও আমার ভাইকে আনসার মাঝী তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলো ,যেনো আমার ছোট ভাই ব্যবসা-বাণিজ্য না করে। ভয়ে আমরা কাউকে কিছু বলেনি। বর্তমানে আমি এবং আমার ছোট ভাই ভয়ের মধ্যে দিন কাটাচ্ছি। আমি এর সঠিক বিচার চাই।

এ ব্যাপারে আনসার মাঝির সাথে যোগাযোগ করলে তিনি বলেন,কে বা কারা তার উপর হামলা করেছে। আমি তো এ হামলার ব্যাপারে কিছুই জানি না।

নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সোহেল হোসেন জানান, রোগীর চিকিৎসা আমরা দিচ্ছি, তবে আগের থেকে এখন অনেকটা সুস্থ আছেন তিনি।

ঘরিষার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব বলেন, দেলোয়ারকে আনসার মাঝি মেরেছে এ ব্যাপারে  আমি কিছু জানি না। 

নড়িয়া থানার এস আই ইমরান হোসেন বলেন, আমাদের কাছে অভিযোগ এসেছে। এ ঘটনায় নড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

Bootstrap Image Preview