Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত আরও ৫ জন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৬ PM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৬ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভান্ডারদহ নয়াবাড়ি গ্রামে আরও অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছেন নারীসহ ৫ জন। এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।  

স্থানীয় ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জি বলেন, অজ্ঞাত রোগে প্রথমে নয়াবাড়ি গ্রামে আবু তাহেরের মৃত্যু হয়। পরে একই দিনে তার স্ত্রী হোসনে আরা ও জামাই হাবিবুর রহমান মারা যান। তাহেরের দুই ছেলের মধ্যে এক ছেলে ইউসুফ রবিবার সকালে মারা যান। অপর ছেলে মেহেদী হাসান রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান রাত সাড়ে ৯টায়।

গত ৯ ফেব্রুয়ারি বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নে ভাণ্ডারদহ নয়াবাড়ি গ্রামের আবু তাহের মৃত্যুবরণ করেন। আবু তাহের বয়স্ক হওয়ার কারণে বিষয়টি তেমন গুরুত্বের সঙ্গে দেখেনি তার পরিবার। এরপর গত বুধবার আবু তাহেরের জামাই হাবিবুর রহমান একইভাবে আক্রান্ত হন। পরদিন সকালে ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে হাবিবুরের মৃত্যু হলে জামাইয়ের সেই মৃত্যুর সংবাদ শোনার কিছুক্ষণ পর আবু তাহেরের স্ত্রী হোসনে আরা বেগম মৃত্যুবরণ করেন।

রবিবার সকালে একই রোগে আক্রান্ত হন আবু তাহেরের দুই ছেলে ইউসুফ আলী ও মেহেদী হাসান। তাদের দুজনকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে সকালে ইউসুফ এবং রাতে সাড়ে ৯টার দিকে মেহেদী মারা যান।

রবিবার সকালে মৃত্যুবরণ করা ইউসুফের স্ত্রী কোহিনুর বেগম ও তার একমাত্র ছেলেসন্তান আবির রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে একই গ্রামের সালমা (৩৫) ও মৃত্যুবরণ করা ইউসুফের শ্বশুর রবিউল (৫৭), শাশুড়ি হালিমা বেগমকেসহ (৪৮) বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নয়াবাড়ি গ্রামের পসিরুল ইসলাম বলেন, মৃত্যুবরণ করা আবু তাহের বাড়িতে দেবতার আছর বসিয়েছিলেন। দেবতাকে তুষ্ট করতে না পারায় তার ও তার পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ জামান জুয়েল অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রামের মানুষের মধ্যে বিশ্বাস তৈরি হয়েছে এটা দেও-দেবতা দ্বারা সংঘটিত হয়েছে। তবে এটা ভাইরাসজনিত রোগ। রোগ নিরাময়ে মেডিকেল টিম কাজ করছে। এ ব্যাপারে গ্রামবাসীদের আতঙ্ক না হওয়ার পরামর্শ দেন তিনি।

প্রসঙ্গত, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমান পুর ইউনিয়নে গত দুই বছরে অজ্ঞাত রোগে নারী ও পুরুষসহ ১৫ জনের মৃত্যু হয়েছে।

ওই গ্রামে প্রায় ৩ মাস আগে রাজধানী ঢাকা মহাখালী রোগতত্ত্ব ও রোগ নির্ণয় এবং গবেষণা ইনস্টিটিউটের মেডিকেল টিম ঘুরে যান। কিন্তু আজ পর্যন্ত জানতে পারেনি ওই গ্রামের মানুষ কী রোগে তাদের স্বজনরা মারা যান?

Bootstrap Image Preview