Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২০১৮ সালেই আফগানিস্তানে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩২ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চলমান আফগান যুদ্ধে ২০১৮ সালেই সবচেয়ে বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বেসামরিক মানুষের মৃত্যুর হার ২০১৭ সালের তুলনায় গত বছর বেড়েছে ১১ শতাংশ। জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এ সময় দেশটিতে তিন হাজার ৮০৪ জন বেসামরিক নাগরিক যুদ্ধের কারণে নিহত হয়। তারা জঙ্গিগোষ্ঠীগুলোর আত্মঘাতী ও সরকার সমর্থিত বহুজাতিক বাহিনী উভয় পক্ষের হামলাতেই এ হতাহতের ঘটনা ঘটে।

রবিবার আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশন (ইউএনএএমএ) এই তথ্য প্রকাশ করেছে। আফগান তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরবর্তী শান্তি আলোচনার আগমুহুর্তে এ তথ্য দিল জাতিসংঘ মিশন। এরই মধ্যে কাতারের রাজধানী দোহা ও আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কয়েক দফা বৈঠক করেছে যুক্তরাষ্ট্র ও আফগান তালেবান।

ইউএনএএমএর প্রতিবেদনে বলা হয়, আফগান যুদ্ধে ২০১৮ সালে তিন হাজার ৮০৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়। আহত হয় সাত হাজার ১৮৯ জন। ২০০৯ সাল থেকে আফগান যুদ্ধের হতাহত সংখ্যার তালিকা করে ইউএনএএমএ।

তাদের মতে, এই যুদ্ধে গত এক দশকে ৩২ হাজার বেসামরিক নাগরিক নিহত এবং ৬০ হাজার আহত হয়। কিন্তু ২০১৮ সালে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা বেড়ে যাওয়াটা আশঙ্কার বিষয়। এতে জঙ্গিগোষ্ঠী ও সরকার সমর্থিত বহুজাতিক বাহিনী উভয় পক্ষেরই দায় রয়েছে।

পরিসংখ্যাণ বলছে, ২০১৮ সালে তালেবানের তুলনায় আই এস ও বহুজাতিক বাহিনীর হামলার বেশি শিকার হয়েছে সাধারণ জনগণ।

প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে তিন হাজার ৮০৪ জন বেসামরিক মানুষের মধ্যে জঙ্গিগোষ্ঠীগুলোর হাতে মারা যায় দুই হাজার ২৪৩ জন। এই সময় তারা ৬৫টি আত্মঘাতী হামলা চালায়। এর মধ্যে তালেবানের হামলায় মারা যায় এক হাজার ৩৪৮ জন, আইএসের হামলায় মারা যায় ৬৮১ জন এবং অজ্ঞাত জঙ্গিদের হাতে মারা যায় ১৯৬ জন।

Bootstrap Image Preview