Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জয় বাংলা কনসার্টের পঞ্চম আসরেও অংশ নিবে দেশসেরা ৮ ব্যান্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২৯ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩০ PM

bdmorning Image Preview


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে ‘ইয়াং বাংলা’র আয়োজনে পঞ্চমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘জয়া বাংলা কনসার্ট’। তরুণদের মাঝে স্বাধীনতার ইতিহাস জানানোর লক্ষ্য নিয়ে ২০১৫ সালে প্রথম এই কনসার্টের আয়োজন করা হয়। এরপর থেকে প্রতি বছরই কনসার্টটি অনুষ্ঠিত হয়ে আসছে।

রাজধানীর আর্মি স্টেডিয়ামে আগামী ৭ মার্চ আয়োজন করা হয়েছে ‘জয় বাংলা কনসার্ট’। এবারের কনসার্টে দেশের তরুণ প্রজন্মের আটটি ব্যান্ড অংশ নেবে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) ইয়াং বাংলার সভায় এ তালিকা চূড়ান্ত হয়। চূড়ান্ত তালিকায় রয়েছে, বে অব বেঙ্গল, শূন্য, আরবোভাইরাস, চিরকুট, আর্টসেল, নেমেসিস, লালন ও ক্রিপটিক ফেইট।

আয়োজক প্রতিষ্ঠানের কাছ থেকে জানা গেছে, জয় বাংলা কনসার্টে দর্শকদের জন্য আর্মি স্টেডিয়ামের গেট খোলা হবে বিকেল ৪টায়। কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত। কনসার্টে প্রতিটি ব্যান্ড নিজেদের গান ছাড়াও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান করবে।

প্রবেশ টিকেট সংগ্রহ করবেন যেভাবে- এবারো অনলাইনে নিবন্ধনের মাধ্যমে কনসার্টে প্রবেশ টিকেট সংগ্রহ করতে হবে আগ্রহীদের। নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদ, মোবাইল নম্বর এবং ই-মেইল অ্যাড্রেস প্রয়োজন পড়বে। আগামী ১ মার্চ এ প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণের প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েক বছর ধরে এই আয়োজন করছে ইয়াং বাংলা। এরই মধ্যে কনসার্টটি সবার মাঝে সাড়া জাগিয়েছে।

Bootstrap Image Preview