Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিমলায় ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি জাতীয়করণের দাবী

নুরনবী ইসলাম মানিক, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪৮ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪৮ PM

bdmorning Image Preview


নীলফামারীর ডিমলায় ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন পালন করেছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ডিমলা উপজেলা পরিষদ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার মোট ২৩'শ ৫১জন ন্যাশনাল সার্ভিস কর্মী অংশগ্রহণ করে।

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধীনে ২০১৪ সালে উপজেলার ৮৬৩ জন যুবমহিলা ও ১৪'শ ৮৮ জন বেকার যুবকদের ন্যাশনাল সার্ভিসের আওতায় বিভিন্ন দফতরে দুই বছর মেয়াদে চাকরি প্রদান করা হয়। মেয়াদ শেষে ডিমলা উপজেলার প্রকল্পটি বন্ধ করে দেয়া হলে ন্যাশনাল সার্ভিসের কর্মীরা বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। 

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ডিমলা উপজেলার ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতাধীন কর্মীদের চাকরি জাতীয়করণের জোর দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন, শফিকুল ইসলাম, সুলতান হোসেন প্রমুখ।

মানববন্ধনের শুরুতে ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবসের ১ মিনিট নিরবতা পালন করা হয়। মানববন্ধন শেষে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারক লিপি প্রদান করা হয়।  

Bootstrap Image Preview