Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুর্ভোগের অপর নাম গাইবান্ধা সদর হাসপাতাল

ফরহাদ আকন্দ, গাইবান্ধা প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪৫ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪৫ PM

bdmorning Image Preview


প্রায় দুই বছর ধরে চক্ষু এবং নাক, কান, গলার কোন বিশেষজ্ঞ চিকিৎসক নেই গাইবান্ধা জেলা হাসপাতালে। আর আজ পর্যন্ত এ হাসপাতালে দেওয়ায় হয়নি চর্ম, যৌন ও এলার্জি রোগের কোন চিকিৎসক। এসব রোগের চিকিৎসক না থাকায় প্রতিবছর সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলার ছয়টি উপজেলা স্বাস্থ কমপ্লেক্স, গাইবান্ধা বক্ষব্যাধি ক্লিনিক, রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপ-স্বাস্থ কেন্দ্র এবং গাইবান্ধা ও বাদিয়াখালী মাতৃসদন থেকে পাঠানো হাজার হাজার রোগী। 

জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৪ সালে ২০০ শয্যায় উন্নীত হলেও জনবল অনুমোদন না হওয়ায় ১০০ শয্যার জনবল নিয়েই দৈনন্দিন কার্যক্রম চলছে বছরের পর বছর ধরে। আবার সেই ১০০ শয্যার মধ্যেই নেই বিভিন্ন রোগের চিকিৎসক। এখানে রয়েছে- সিনিয়র কনসালটেন্ট ৭ জন, জুনিয়র কনসালটেন্ট ৫ জন, ১ জন করে মেডিকেল অফিসার ও ইমার্জেন্সি মেডিকেল অফিসার এবং আটজন সহকারী সার্জন। 

পৌর এলাকার জুম্মাপাড়ার আলমগীর হোসেন বলেন, গত ১৬ ফেব্রুয়ারি চর্ম রোগের সমস্যার কারণে আন্টিকে নিয়ে গিয়েছিলাম জেলা হাসপাতালে। গিয়ে শুনি এ রোগের চিকিৎসক নেই। পরে কোন চিকিৎসককে না দেখিয়েই ফেরত আসতে হয়েছে। 

জেলা হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা অভিযোগ করে বলেন, বিশেষজ্ঞ এসব চিকিৎসক না থাকায় রোগীদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়। এতে করে আর্থিকভাবে লোকসান ও নানান সমস্যায় পড়তে হয় রোগী ও তাদের স্বজনদের। অথচ এসব রোগের চিকিৎসক যদি জেলা হাসপাতালেই থাকতেন তাহলে রোগী ও তাদের স্বজনরা ভোগান্তির শিকার হতনা।

সন্ধানী ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক নয়ন চন্দ্র রায় বলেন, চোখ ও নাক, কান গলা এবং চর্ম, যৌন ও এলার্জি রোগের কোন চিকিৎসক না থাকায় রোগীরা চিকিৎসককে না পেয়ে ফেরত যান। পরে বেশি টাকা ব্যয় করে রোগীদেরকে চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে যেতে হয়। অনেকেই হয়ত আবার চিকিৎসকের কাছে যায়ই না। 

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আ খ ম আসাদুজ্জামান বলেন, এসব শূন্য পদের তালিকা ঊর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রায় দুই বছর ধরে নেই চক্ষু ও নাক, কান, গলার কোন চিকিৎসক। এছাড়া আজ পর্যন্ত চর্ম, যৌন ও এলার্জি রোগের কোন চিকিৎসককে দেওয়াই হয়নি এই জেলা হাসপাতালে। জরুরী ভিত্তিতে এসব রোগের চিকিৎসক দরকার আমাদের।  
 

Bootstrap Image Preview