Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হেলে পড়েছে পুরান ঢাকায় পাঁচতলা ভবন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫২ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫২ PM

bdmorning Image Preview


রাজধানীর পুরান ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় একটি পাঁচতলা ভবন দেবে গিয়ে হেলে পড়েছে। ঘটনার পরপর স্থানীয়রা জরুরি সেবা ‘৯৯৯’ এ ফোন করলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে ভবনটির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেয়। এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৩ মিনিটে ভবনটি হেলে পড়ে বলে জানা গেছে।

এ বিষয় নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার এসআই জাহাঙ্গীর ইসলাম বলেন, হেলে পড়া ভবনটি কামরাঙ্গীরচর খলিফাঘাট এম স্কুলের সমানে অবস্থিত। এটি হাজারীবাগ থানার অন্তর্ভুক্ত কামরাঙ্গীচরের ৫৬ নম্বর ওয়ার্ডে অর্ন্তভূক্ত।

ভবন হেলে পড়ার ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটির বাসিন্দাদের সবাইকে নিরাপদে সরিয়ে নিয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

Bootstrap Image Preview