Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ম্যানইউ-লিভারপুল হাইভোল্টেজ ম্যাচ ড্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১৭ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১৭ PM

bdmorning Image Preview


ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম লিভারপুলের লড়াই বরাবরই ফুটবল ভক্তদের কাছে আলাদা উত্তেজনার৷ রবিবার অবশ্য সেই প্রত্যাশপূরণ করতে পারল না দুই পক্ষ৷

দুই দলের স্ট্রাইকারদের ব্যর্থতার কারণেই হাইভোল্টেজ ম্যাচ শেষ হল গোলশূন্য ড্র’য়ে৷ ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে ২৭ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট লিভারপুলের৷ ওল্ড ট্রাফোর্ড থেকে এক পয়েন্টের সৌজন্যে ম্যাঞ্চেস্টার সিটিকে টপকে লিগের মডগালে ফিরল লিভারপুল৷

প্রিমিয়ার লিগের ম্যাচে আহত ম্যাঞ্চেস্টার ইউনাইটডের বিরুদ্ধে রবিবার কোনও অ্যাডভান্টেজই নিতে পারেনি লিভারপুল৷ ম্যাচের প্রথম পঁচিশ মিনিটেই ম্যান ইউ যেন মিনি হাসপাতাল৷ অ্যান্ডার হিয়েরা, জুয়ান মাটা ও লিনগার্ড চোট পেয়ে মাঠ ছাড়েন৷ তিন ফুটবলারই হ্যামস্ট্রিং ইনজুরির জন্য মাঠ ছাড়তে বাধ্য হন৷ প্রথমার্ধেই তিনটি পরিবর্তন নিতে বাধ্য হয় ইউনাইটেড৷

ফলে ঘরের মাঠে কষ্ট করেই ম্যাচ বাঁচাতে হল রেড ডেভিলসদের৷ প্রথমার্ধেই তিন পরিবর্তন নিতে বাধ্য হওয়ার কারণে গোড়ালিতে চোট পেয়েও নব্বই মিনিট মাঠে থাকতে বাধ্য হন মার্কাস ব়্যাশফোর্ড৷ পরের ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে৷

ম্যান ইউয়ের তিন পরিবর্তনের পরও যদিও চাপ বাড়িয়ে গোল করতে ব্যর্থ লিভারপুল৷ সাতবার গোলের সুযোগ তৈরি করলেও জাল কাঁপাতে পারেনি রেডসরা৷ পাল্টা তিনবার গোলমুখে শট নিয়ে তেকাঠিতে রাখতে ব্যর্থ হয় ইউনাইটেড৷ ম্যাচ শেষ হয় গোল শূন্য ড্র’য়ে৷

লিগ টেবিলের লিভারপুলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যাঞ্চেস্টার সিটি৷ ২৭ ম্যাচ শেষে লিভারপুলের থেকে এক পয়েন্টে পিছিয়ে পেপ গুয়ার্দিওয়ালার দল৷

একনজরে প্রিমিয়র লিগের প্রথম পাঁচে কোন দল-
লিভারপুল- ২৭ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট
ম্যাঞ্চেটার সিটি- ২৭ ম্যাচ শেষে ৬৫ পয়েন্ট
টটেনহ্যাম- ২৭ ম্যাচ শেষে ৬০ পয়েন্ট
আর্সেনাল- ২৭ ম্যাচ শেষে ৫৩ পয়েন্ট
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড- ২৭ ম্যাচ শেষে ৫২ পয়েন্ট

Bootstrap Image Preview