Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুরে ১৫ দিনব্যাপী কম্পিউটার হার্ডওয়্যার এন্ড ট্র্যাবলশুটিং উপর প্রশিক্ষণ শুরু

সাখাওয়াত হোসেন সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৮ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৮ PM

bdmorning Image Preview


গাজীপুরের শ্রীপুরে কম্পিউটার হার্ডওয়্যার এন্ড  ট্র্যাবলশুটিং'র উপর শিক্ষকদের ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। 

এর আগে রবিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ ল্যাবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

সহকারী প্রোগ্রামার কামাল হোসেন ফরাজীর পরিচালনায় কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার ট্রেইনার, আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক ও গাজীপুর জেলা অ্যাম্বাসেডর মো. হাবিবুর রহমান ও শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের প্রভাষক মোহাম্মদ আবুবাক্কার ছিদ্দিক আকন্দ।

সহকারী প্রোগ্রামার কামাল হোসেন ফরাজী জানান, শ্রীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ২৫ জন শিক্ষক এতে প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। আগামী ১২ মার্চ পর্যন্ত এ কর্মসূচি চলবে। এ কর্মসূচি উপজেলায় এটিই প্রথম। এ কর্মসূচি সম্পন্ন হলে একজন শিক্ষক কম্পিউটারের হার্ডওয়ারের নানা সমস্যার বিষয় চিহ্নিত ও তার সমাধান করতে পারবেন। 

Bootstrap Image Preview