Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবিতে পরিবহনে জ্বালানি গ্যাস, নজড় নেই কর্তৃপক্ষের

মো: আল-কারিয়া চৌধুরী, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৪৭ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৪৭ PM

bdmorning Image Preview


বাসাবাড়িতে রান্নার জ্বালানি কাজে ব্যবহার করা হয় এলপিজি গ্যাস। আর সেই এলপিজি গ্যাস এখন ব্যবাহার করা হচ্ছে তিন চাকার যাত্রীবাহী পরিবহনে। জীবনের চরম ঝুঁকি নিয়ে এলপিজি গ্যাস দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে চালানো হচ্ছে তিন চাকার সিএনজি নামের ট্যাক্সি। যার ফলে যেকোন মুহুর্তে হতে পারে বিস্ফোরণ, ঘটতে পারে চালক সহ যাত্রীদের প্রাণহানির মত দূর্ঘটনা। তবুও নজড় নেই কর্তৃপক্ষের।

প্রশাসন কর্তৃক প্রয়োজনীয় কোন পদেক্ষপ গ্রহণ না নেওয়াতেই দিন দিন বেড়েছে এর চাহিদা। আর এমন বিপদের কথা জেনেও পরিবহন ব্যবস্থা না থাকায় প্রয়োজনের তাকিদে চাঁনপাড়া থেকে পাঁচবিবিতে প্রতিদিন আসছে শত শত যাত্রী।

একাধিক সিএনজি চালক জানান, হাতের নাগালে এলপিজি গ্যাস থাকায় সিএনজি গ্যাস নেওয়ার জন্য আর বগুড়া যেতে হয় না। জয়পুরহাটে কোন গ্যাসের স্টেশনে না থাকায় বগুড়াতে গ্যাস নিতে গেলে আমাদের অর্ধেক দিন অতিবাহিত হয়ে যায় আর খরচও বেশি হয়। যার ফলে আমরা এলপিজি গ্যাস ব্যবহার করি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম জানান, এই বিষয়ে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, এলপিজি গ্যাস দিয়ে যে সকল পরিবহন চালানো হয় এটি সম্পূর্ণ অবৈধ ও ঝুঁকিপূর্ণ কাজ। আমরা গাড়ি চেকিং করার সময় যদি কোন পরিবহনে এলপিজি গ্যাস লাগানো দেখি অবশ্যই তাহলে সেই গাড়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অনুমোদন ছাড়া যে সকল দোকানে গ্যাসের সিলিন্ডার বিক্রি করে তাদের পদক্ষেপ নেওয়া হবে।

Bootstrap Image Preview