Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জয় দিয়ে রিয়ালের ‘এল ক্লাসিকো’ প্রস্তুতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৩৪ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৩৪ PM

bdmorning Image Preview


রবিবার রাতে স্প্যানিশ লা লিগায় প্রতিপক্ষ লেভান্তের মাঠে দুই পেনাল্টির কল্যাণে  ২-১ গোলের জয় পেয়েছে জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। ঘটনাবহুল ম্যাচে লেভান্তেকে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে রিয়াল মাদ্রিদ। গত অক্টোবরে রিয়ালকে তাদেরই মাঠে একই ব্যবধানে হারিয়েছিল লেভান্তে।

একই সাথে দুই দিন পর ‘এল ক্লাসিকো’র মহারণ প্রস্তুতিটা সারলো রিয়াল। কোপা ডেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার।

ম্যাচের শুরু থেকেই লেভান্তের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল। ৩১ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের শট ফিরিয়ে দেন লেভান্তের গোলরক্ষক। ৩৯ মিনিটে টনি ক্রুস নষ্ট করেন গোলে সুযোগ। ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে এগিয়ে দেন ফরাসি তারকা করিম বেনজেমা।

লুকা মড্রিচের কর্নারের বল বিপদ মুক্ত করতে গিয়ে হাতে লাগে লেভান্তের ডিফেন্ডার বার্ধির। তিনি যেভাবে হাত রেখেছিলেন, রিভিউ আইনে এটা সত্যিই পেনাল্টি কি না তা নিয়ে সংশয় রয়েই গেছে। কিন্তু রেফারি ভিলানুয়েভা ভিডিও দেখে ঠিকই বাজিয়ে দেন পেনাল্টির বাঁশি।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে লেভান্তে। সাফল্যও পেয়ে যায় তারা। ৬০ মিনিটে রজার মারতি গোল করে লেভান্তেকে ১-১ গোলে সমতায় ফেরান।দলটির হয়ে গোলটা করেন রজার।

এরপর অক্রমণের গতি বাড়িয়ে দেয় রিয়াল শিবির। ভাসকিউস-মদ্রিচের চেষ্টা ব্যর্থ হয়। তবে ৭৮ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। আবারও পেনাল্টি পায় তারা। এবার স্পট কিক থেকে গোল করে দলকে ২-১ গোলে লিড এনে দেন গ্যারেথ বেল।

ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোকে ফাউল করায় রিয়ালের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। রেফারির এই সিদ্ধান্তটি ছিল আরও বেশি বিতর্কিত! লেভান্তের খেলোয়াড়েরা প্রতিবাদ করলেও রেফারি কান পাতেননি। রিভিউ আবেদনেও সারা দেননি। অথচ রিপ্লেতে দেখা গেছে, কাসেমিরোর সঙ্গে লেভান্তের ওই ডিফেন্ডারের কোনো সংঘর্ষই হয়নি! মানে রেফারি ভিএআরের সহায়তা নিলে বেঁচে যেত লেভান্তে।

৮৬ মিনিটে রিয়াল মাদ্রিদের নাচো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এর দুই মিনিট পর ৮৮ মিনিটে লেভান্তের রুবেন রোচিনা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ম্যাচের বাকিটা সময় চেষ্টা করেও আর কেউ গোলের দেখা না পেলে শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অ্যাতলেতিকো মাদ্রিদ। যারা কাল ভিয়ারিয়ালের বিপক্ষে জিতেছে ২-০ গোলে। তিন নম্বরে থাকা রিয়ালের পয়েন্ট তাদের চেয়েও দুই কম, ৪৮।

Bootstrap Image Preview